Ajker Patrika

কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামব: মৎস্য উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি 
পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের সম্মেলনে মৎস্য উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা
পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের সম্মেলনে মৎস্য উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কীটনাশকের প্রচারণা দেখে ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কীভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামব।’

আজ শনিবার টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু-ছাগল ঘাস খেতে পারছে না। সেখানে আগাছানাশক ছিটিয়ে দিয়ে ঘাস মেরে ফেলে তা বিষাক্ত করা হচ্ছে। এ বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, সমৃদ্ধিশালী দেশ। আমরা চাইলে এ দেশকে আরও সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত