টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ পারভেজকে সভাপতি ও আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ বুধবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. মনিরুজ্জামান খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার মানিককে ও মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্তদের পরবর্তী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের জেলা ও উপজেলার নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে।’
উল্লেখ্য, ২৭ মে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য ২৫ জন প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে সমঝোতার সময় দিলেও সাধারণ সম্পাদক পদের মাত্র তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের তালিকা ও জীবনবৃত্তান্ত ঢাকায় নিয়ে যান। সেগুলো যাচাই-বাছাই করে আজ বুধবার কমিটি ঘোষণা করা হয়।
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাসুদ পারভেজকে সভাপতি ও আবু সাইম তালুকদার বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ বুধবার আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. মনিরুজ্জামান খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিকদার মানিককে ও মো. মোস্তাফিজুর রহমান সোহেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্তদের পরবর্তী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আগামী তিন বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু সাইম তালুকদার বিপ্লব বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগের জেলা ও উপজেলার নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে।’
উল্লেখ্য, ২৭ মে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য ২৫ জন প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে সমঝোতার সময় দিলেও সাধারণ সম্পাদক পদের মাত্র তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেন। পরে কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের তালিকা ও জীবনবৃত্তান্ত ঢাকায় নিয়ে যান। সেগুলো যাচাই-বাছাই করে আজ বুধবার কমিটি ঘোষণা করা হয়।
রাত থেকে রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে ডিএসসিসি। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৩৩ মিনিট আগেগাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। জানা গেছে, রোববার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিনে বজ্রপাতে মো. তাহের মাঝি (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন জেলে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেএক সপ্তাহ আগে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। কিন্তু নানা জটিলতার কারণে দায়িত্ব পাননি কেউ। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ২৭টি গ্রামের বাসিন্দা।
২ ঘণ্টা আগে