জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রানীগঞ্জ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রানীগঞ্জ সেতুসহ জেলার ১৭টি এবং দেশের ‘শত সেতু’ উদ্বোধন করেন। পরে প্রথম টোল দিয়ে রানীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জানা গেছে, রানীগঞ্জ সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শত সেতু’ উদ্বোধন করার পর সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় হাওর ও বাউল অঞ্চল খ্যাত সুনামগঞ্জের ধামাইল নৃত্য পরিবেশনা করা হয়। পরে বাউল শাহ আব্দুল করিমের বঙ্গবন্ধুকে লেখা একটি গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর পরই গণপরিবহন চলাচল শুরু হয়েছে।
সেতুর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষজন। সভাশেষে প্রথম টোল দিয়ে রানীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর বহুদিনের স্বপ্নের রানীগঞ্জ সেতুর দুয়ার খুলেছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে জেলাবাসীর দূরত্ব কমবে। একই সঙ্গে ঢাকার সঙ্গে সময় কমবে ৩ ঘণ্টা। সেতুটি ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত। এর দীর্ঘ ৭০২ দশমিক ৩২ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এ সেতুর কাজ সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৬ সালের ১১ আগস্ট শুরু হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রানীগঞ্জ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রানীগঞ্জ সেতুসহ জেলার ১৭টি এবং দেশের ‘শত সেতু’ উদ্বোধন করেন। পরে প্রথম টোল দিয়ে রানীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জানা গেছে, রানীগঞ্জ সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শত সেতু’ উদ্বোধন করার পর সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় হাওর ও বাউল অঞ্চল খ্যাত সুনামগঞ্জের ধামাইল নৃত্য পরিবেশনা করা হয়। পরে বাউল শাহ আব্দুল করিমের বঙ্গবন্ধুকে লেখা একটি গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর পরই গণপরিবহন চলাচল শুরু হয়েছে।
সেতুর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষজন। সভাশেষে প্রথম টোল দিয়ে রানীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর বহুদিনের স্বপ্নের রানীগঞ্জ সেতুর দুয়ার খুলেছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতে জেলাবাসীর দূরত্ব কমবে। একই সঙ্গে ঢাকার সঙ্গে সময় কমবে ৩ ঘণ্টা। সেতুটি ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত। এর দীর্ঘ ৭০২ দশমিক ৩২ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। এ সেতুর কাজ সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৬ সালের ১১ আগস্ট শুরু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকা অবস্থায় ব্যক্তিগতভাবে পেয়েছি। আর দ্বিতীয়টি—যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, তার গোড়াও এই...
৬ মিনিট আগেচাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় জায়েদা বেগম (৪৫) নামের এক নারীকে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে তাঁর ছেলে শরীফ বেপারিকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার মামলার এই রায় ঘোষণা করেন।
১২ মিনিট আগেআজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
৩৩ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
৩৫ মিনিট আগে