Ajker Patrika

হবিগঞ্জে চলছে বাস ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২১: ৪৫
হবিগঞ্জে চলছে বাস ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রীরা 

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য চলছে ‘হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের’ ডাকা বাস ধর্মঘট। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে প্রশাসনিক হয়রানি ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ থাকার ঘোষণা দেন হবিগঞ্জ মোটরমালিক গ্রুপের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকে হবিগঞ্জের সব অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তাই চরম দুর্ভোগে পড়েছেন জেলার গ্রামগঞ্জ থেকে আসা সাধারণ যাত্রীরা। 

জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা যাত্রীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সেই ভিড়। বাস বন্ধ থাকায় নিজের মালামাল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। অনেকে বাড়ি ফিরে গেলেও, কেউ কেউ ছোট ছোট যানবাহনে করে গন্তব্য গেছেন। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চাকরি প্রত্যাশী পরীক্ষার্থী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, হঠাৎ করে পরিবহন মালিকদের এমন সিদ্ধান্তে কেন্দ্রে যেতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। এদিকে বাস ধর্মঘটের সুযোগকে কাজে লাগিয়ে সিএনজিচালিত অটোরিকশা, লেগুনাসহ কিছু কিছু পরিবহনে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। 

পৌরসভা বাস স্ট্যান্ডে কাপড় ব্যবসায়ী সুবোধ চন্দ্র দাস বলেন, ‘আমাদের সাপ্তাহিক ছুটির দিন শনিবার। তাই আমি নিয়মিত শুক্রবারে মাল কিনতে জন্য ঢাকা যাই। কিন্তু হঠাৎ করে পরিবহন ধর্মঘট দেওয়ায় আজ আমি মাল আনার জন্য ঢাকা যেতে পারিনি। এই সপ্তাহে আর মাল আনা হবে না।’ 

 নাজমুল হদা নামে আরেক যাত্রী বলেন, ‘হঠাৎ করে পরিবহন ধর্মঘট দেওয়ায় মাধবপুর থেকে হবিগঞ্জ আসতে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত