নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। আজ সোমবার মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এটি বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের দেওয়া হয়।
এতে বলা হয়েছে-বিএনপি গত ১৫ বছরের অধিক সময় থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, গণমানুষের রাজনৈতিক অধিকারসহ সরকারের সব অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এই সরকারের বিরুদ্ধে দল যখন চূড়ান্ত আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সরকার ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ইভিএম এর মাধ্যমে সিটি করপোরেশনে নির্বাচন দিয়েছে।
এতে আরও বলা হয়–দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য এই পাতানো নির্বাচনে দলের কোনো পর্যায়ের নেতা কর্মী মেয়র বা কাউন্সিল পদে নির্বাচন, কোন ধরনের নির্বাচনী কর্মকাণ্ড করতে পারবেন না। যদি এই পাতানো নির্বাচনে দলের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করে বা নির্বাচনী কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
দলের সিদ্ধান্ত অনুসারে পাঁচ সিটি নির্বাচনে কোনো নেতা কর্মী অংশ নিতে পারবেন না জানিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে। স্থানীয় নেতা কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত আমরা জানিয়েছি চিঠির মাধ্যমে। এই সিদ্ধান্তের বাইরে গেলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। যত বড় নেতা হোন না কেন; কাউকে ছাড় দেওয়া হবে না বলে দলের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে।’
এদিকে ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে জয়ী হন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান, ২০০৮ সালের দ্বিতীয় নির্বাচনেও কারাগার থেকে তিনি মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপি কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। সবশেষ ২১ জুন সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এখনো নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ভোট হবে ২১ জুন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের কোনো ধরনের কার্যক্রমে অংশ না নিতে দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে মহানগর বিএনপি। আজ সোমবার মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। এটি বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের দেওয়া হয়।
এতে বলা হয়েছে-বিএনপি গত ১৫ বছরের অধিক সময় থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, গণমানুষের রাজনৈতিক অধিকারসহ সরকারের সব অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। এই সরকারের বিরুদ্ধে দল যখন চূড়ান্ত আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই সরকার ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ইভিএম এর মাধ্যমে সিটি করপোরেশনে নির্বাচন দিয়েছে।
এতে আরও বলা হয়–দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য এই পাতানো নির্বাচনে দলের কোনো পর্যায়ের নেতা কর্মী মেয়র বা কাউন্সিল পদে নির্বাচন, কোন ধরনের নির্বাচনী কর্মকাণ্ড করতে পারবেন না। যদি এই পাতানো নির্বাচনে দলের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করে বা নির্বাচনী কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
দলের সিদ্ধান্ত অনুসারে পাঁচ সিটি নির্বাচনে কোনো নেতা কর্মী অংশ নিতে পারবেন না জানিয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে। স্থানীয় নেতা কর্মীদের কেন্দ্রের সিদ্ধান্ত আমরা জানিয়েছি চিঠির মাধ্যমে। এই সিদ্ধান্তের বাইরে গেলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। যত বড় নেতা হোন না কেন; কাউকে ছাড় দেওয়া হবে না বলে দলের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে।’
এদিকে ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে জয়ী হন প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরান, ২০০৮ সালের দ্বিতীয় নির্বাচনেও কারাগার থেকে তিনি মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে মেয়র পদে জয়ী হন বিএনপি কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। সবশেষ ২১ জুন সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচন। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এখনো নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ভোট হবে ২১ জুন।
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে