জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘উন্নয়নের কথা বলে শেষ হবে না। দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের সামনে এখন দুটি পথ আছে। উন্নয়নের পথ অথবা বিবাদের পথ, অশান্তির পথ। উন্নয়নের দিকে গেলে, দেশে যেসব উন্নয়ন হয়েছে তা আরও প্রসারিত হবে। আর বিবাদের পথে গেলে গোটা দেশ ধ্বংস হয়ে যাবে।’
আজ সোমবার পরিকল্পনামন্ত্রী প্রতীক পেয়ে বেলা ৩টায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ; নাম ছিল তলাবিহীন ঝুড়ি। বিশ্বের মধ্যে দরিদ্র বলে এক ধরনের অপমান ছিল। সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ২০১৬ সালের মধ্যে পাকিস্তানকে হাজার হাজার মাইল পেছনে ফেলেছেন। বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আর এই ধারাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।’
জগন্নাথপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রণয় সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য কল্যাণ কান্তি রায় সানির পরিচালনায় এ সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহাদাত মান্নান অভি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে নির্বাচনী প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অন্যদিকে সোমবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের পরিকল্পনামন্ত্রীসহ চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আরও যাঁরা প্রতীক বরাদ্দ পেয়েছেন তাঁরা হলেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী (সোনালি আঁশ), জাতীয় পার্টি মনোনীত যুক্তরাজ্যপ্রবাসী তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘উন্নয়নের কথা বলে শেষ হবে না। দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের সামনে এখন দুটি পথ আছে। উন্নয়নের পথ অথবা বিবাদের পথ, অশান্তির পথ। উন্নয়নের দিকে গেলে, দেশে যেসব উন্নয়ন হয়েছে তা আরও প্রসারিত হবে। আর বিবাদের পথে গেলে গোটা দেশ ধ্বংস হয়ে যাবে।’
আজ সোমবার পরিকল্পনামন্ত্রী প্রতীক পেয়ে বেলা ৩টায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের যৌথ আয়োজনে কেন্দ্রীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ; নাম ছিল তলাবিহীন ঝুড়ি। বিশ্বের মধ্যে দরিদ্র বলে এক ধরনের অপমান ছিল। সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ২০১৬ সালের মধ্যে পাকিস্তানকে হাজার হাজার মাইল পেছনে ফেলেছেন। বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আর এই ধারাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।’
জগন্নাথপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রণয় সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য কল্যাণ কান্তি রায় সানির পরিচালনায় এ সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহাদাত মান্নান অভি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে নির্বাচনী প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অন্যদিকে সোমবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের পরিকল্পনামন্ত্রীসহ চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আরও যাঁরা প্রতীক বরাদ্দ পেয়েছেন তাঁরা হলেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী (সোনালি আঁশ), জাতীয় পার্টি মনোনীত যুক্তরাজ্যপ্রবাসী তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে