Ajker Patrika

নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল আইনে মামলা

প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০: ০৩
নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল আইনে মামলা

সিলেট: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ সোমবার বিকেলে সিলেটের কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি দায়ের করেন মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ‘আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না’–এমন মন্তব্য করার অভিযোগে নুরের বিরুদ্ধে একটি এজাহার দেওয়া হয়েছে। আমরা তা আমলে নিয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হবে।

মামলার বাদী সৌরভ আজকের পত্রিকাকে বলেন, নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানেরা আওয়ামী লীগ করতে পারেন না–এমন মন্তব্য করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এধরণের উসকানি ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করে সমাজে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।

এর আগে গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী উগ্রবাদীরা আলেম ওলামাদের নিয়ে যে বিদ্বেষ ছড়াচ্ছে, ফেসবুকে লেখালেখি করছে এবং তাদের চরিত্র হননের চেষ্টা করছে তারা কখনও মুসলমান হতে পারে না। এদের কোনো ঈমান নেই। প্রকৃত পক্ষে এরা একটাও ঈমানদার না। কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত