Ajker Patrika

মৌলভীবাজারে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ১৫

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১১: ৪৮
মৌলভীবাজারে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত, আহত ১৫

মৌলভীবাজারের শেরপুরে গাড়িচাপায় পুলিশের কনস্টেবল রাকিব আলী (২৩) নিহত হয়েছেন। একই ঘটনায় কামরান রহমান ও আনিস মিয়া নামের আরও দুই পুলিশ সদস্যসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 

জানা যায়, আজ রোববার ভোর সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর গোলচত্বরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের চাপা দেয়। দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত অবস্থায় তাঁদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত রাকিব আলীর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ডিউটি শেষে ফাঁড়িতে ফিরছিলেন। ফাঁড়ির কাছাকাছি শেরপুর গোলচত্বর এলাকায় সিলেটগামী ময়মনসিংহ জালাবাদ এক্সপ্রেসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। পরে তিনজন পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে কনস্টেবল রাকিব আলী নিহত হন এবং অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১৩ জন আহত হলেও তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। গাড়িরচালক পলাতক রয়েছেন। 

দুর্ঘটনার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত কামরান রহমানমৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আহত অবস্থায় পুলিশ সদস্য রাকিবকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালেই রয়েছে। গাড়িচালককে শনাক্ত ধরার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত