মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের লাইনচ্যুত হয়ে যাওয়া তিনটি বগি সরিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ। সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রায় ১৪ ঘণ্টা পর আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্টে যাওয়া ইঞ্জিনসহ তিনটি বগি সরিয়ে নেওয়া হয়। ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ এখন চলাচলের জন্য প্রস্তুত।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের কুলাউড়া উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান জানান, ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হওয়ায় একটু সময় বেশি লেগেছে।
এদিকে ভানুগাছ রেলস্টেশন মাস্টার জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস রাত সাড়ে ১০টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া অতিক্রম করতে পারে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এর আগে শনিবার ভোর ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর ঝড়ে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর সকালে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত তিনটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভানুগাছ রেলস্টেশনে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৭১৭ ও ৭১৮ জয়ন্তিকা এবং ৭৭৩ ও ৭৭৪ কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়। একই সঙ্গে পারাবত এক্সপ্রেস সঠিক সময়ে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে লাউয়াছড়ায় দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ (চালক) আবুল কাশেম বলেন, লাউয়াছড়ার ভেতরে ট্রেন চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ট্রেনের সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। তখন আমি দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপি। পরে ট্রেন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
উদয়ন ট্রেনের লাইনচ্যুত বগির যাত্রী আব্দুস সালাম বলেন, ভোর রাতে ঝড়ের সময় হঠাৎ করে ট্রেন বিকট শব্দ করে একটা ঝাঁকুনি খায়। এরপর ট্রেনের বগিটি আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যায়। পরে আমরা বগিতে থাকা কয়েকজন যাত্রীরা অন্য বগিতে চলে যাই।
ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা ও কালীন ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (বোসি) মো. রায়হান উদ্দিন বলেন, ট্রেনের ইঞ্জিন বগি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে একটু বিলম্ব হয়েছে। একই সঙ্গে ভোরবেলায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর সকলের সহযোগিতায় আমরা বনের ভেতর থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে যার যার গন্তব্য স্থানে যাওয়ার ব্যবস্থা করে দিই।
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের লাইনচ্যুত হয়ে যাওয়া তিনটি বগি সরিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ। সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রায় ১৪ ঘণ্টা পর আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্টে যাওয়া ইঞ্জিনসহ তিনটি বগি সরিয়ে নেওয়া হয়। ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথ এখন চলাচলের জন্য প্রস্তুত।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ের কুলাউড়া উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান জানান, ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হওয়ায় একটু সময় বেশি লেগেছে।
এদিকে ভানুগাছ রেলস্টেশন মাস্টার জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস রাত সাড়ে ১০টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া অতিক্রম করতে পারে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এর আগে শনিবার ভোর ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর ঝড়ে গাছ পড়ে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পর সকালে কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ও আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত তিনটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভানুগাছ রেলস্টেশনে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৭১৭ ও ৭১৮ জয়ন্তিকা এবং ৭৭৩ ও ৭৭৪ কালনী ট্রেনের যাত্রা বাতিল করা হয়। একই সঙ্গে পারাবত এক্সপ্রেস সঠিক সময়ে শ্রীমঙ্গল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে লাউয়াছড়ায় দুর্ঘটনাকবলিত উদয়ন এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ (চালক) আবুল কাশেম বলেন, লাউয়াছড়ার ভেতরে ট্রেন চালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ট্রেনের সামনে একটি বড় গাছ ভেঙে পড়ে। তখন আমি দ্রুত ইমার্জেন্সি ব্রেক চাপি। পরে ট্রেন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এ সময় ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
উদয়ন ট্রেনের লাইনচ্যুত বগির যাত্রী আব্দুস সালাম বলেন, ভোর রাতে ঝড়ের সময় হঠাৎ করে ট্রেন বিকট শব্দ করে একটা ঝাঁকুনি খায়। এরপর ট্রেনের বগিটি আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যায়। পরে আমরা বগিতে থাকা কয়েকজন যাত্রীরা অন্য বগিতে চলে যাই।
ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বলেন, জয়ন্তিকা ও কালীন ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (বোসি) মো. রায়হান উদ্দিন বলেন, ট্রেনের ইঞ্জিন বগি লাইনচ্যুত হওয়ার কারণে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে একটু বিলম্ব হয়েছে। একই সঙ্গে ভোরবেলায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর সকলের সহযোগিতায় আমরা বনের ভেতর থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে যার যার গন্তব্য স্থানে যাওয়ার ব্যবস্থা করে দিই।
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
২ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৫ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকার সংস্কারের নামে অনেক কমিশন করলেও সেখানে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
১২ মিনিট আগে