শাকিলা ববি, সিলেট
চলমান বন্যা পরিস্থিতে সিলেটে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। বেশি দামেও মিলছে না চাল-ডালসহ নিত্যপণ্য। বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি পুরো শহর পানিবন্দী হওয়ায় অনেক খুচরা ব্যবসায়ীর দোকানও তলিয়ে গেছে। তার ওপর ত্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন ৷ এসব কারণে এই সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।
স্থানীয়দের অভিযোগ, বন্যার কারণে বেশির ভাগ দোকান খুলছেন না। এ ছাড়া অনেক দোকান পানিতে তলিয়ে গেছে। ফলে দোকানে দোকানে ঘুরেও নিত্যপণ্য কিনতে পারছেন না ক্রেতারা।
এদিকে এসব কারণে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ৩৮ টাকা হালি ডিমের দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। ২০ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় দেখা দিয়েছে মোমবাতি ও দেশলাইয়ের সংকট।
শহরের মদিনা মার্কেটের পরাগ স্টোরের মালিক শিমুল রঞ্জন ধর বলেন, ‘বৃষ্টি ও বন্যার কারণে গতকাল সকালে দোকান খুলিনি। দুপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে দোকান খোলামাত্র ক্রেতারা লাইন দিয়ে পণ্য ক্রয় করা শুরু করেন।’
আরেক দোকানি রাজু আহমেদ বলেন, যিনি আগে দুটি মোমবাতি কিনতেন, তিনি দুই প্যাকেট কিনছেন। যার দরকার এক কেজি আলু, তিনি ১০ কেজি কিনছেন। ফলে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।
নগরীর মদীনা মার্কেট এলাকার সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, শনিবার দুপুরে মদিনা মার্কেট থেকে বাগবাড়ি পর্যন্ত প্রায় ১৫টি দোকানে খুঁজে মোমবাতি, মুড়ি, আলু ও সয়াবিন তেল পাইনি।
নগরীর সুবিদবাজার এলাকার মো. রাসেল মিয়া বলেন, শনিবার বিদ্যুৎ যাওয়ার পর থেকে মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়েছে। বেশির ভাগ মানুষই চার-পাঁচ প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। যে কারণে সংকট তৈরি হয়েছে।
এদিকে বন্যার কারণে সবজি বাজারেও অস্বস্থি দেখা দিয়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নগরীর মদিনা মার্কেট এলাকার খুচরা বিক্রেতা সোহেল আহমেদ বলেন, সবজির পাইকারি হাট টুকেরবাজার ও সুবহানীঘাট সবজির আড়ত পানিতে তলিয়ে গেছে, যার ফলে সবজি সংকট চলছে এবং দামও বেশি।
এ ব্যাপারে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানির নিচে চলে গেছে। পাশাপাশি খুচরা ব্যবসায়ীদেরও প্রতিষ্ঠান তলিয়ে গেছে, তাই পণ্য সরবরাহ কম। এতে নিত্যপণ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ক্রেতারাও প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন। বাজারে সংকটের এটাও একটা কারণ। তবে আমরা বাজর মনিটরিং করছি। আশা করছি এই সংকট থাকবে না।’
চলমান বন্যা পরিস্থিতে সিলেটে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে। বেশি দামেও মিলছে না চাল-ডালসহ নিত্যপণ্য। বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানিতে তলিয়ে গেছে। পাশাপাশি পুরো শহর পানিবন্দী হওয়ায় অনেক খুচরা ব্যবসায়ীর দোকানও তলিয়ে গেছে। তার ওপর ত্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন ৷ এসব কারণে এই সংকট দেখা দিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।
স্থানীয়দের অভিযোগ, বন্যার কারণে বেশির ভাগ দোকান খুলছেন না। এ ছাড়া অনেক দোকান পানিতে তলিয়ে গেছে। ফলে দোকানে দোকানে ঘুরেও নিত্যপণ্য কিনতে পারছেন না ক্রেতারা।
এদিকে এসব কারণে সব ধরনের পণ্যের দাম বেড়েছে। ৩৮ টাকা হালি ডিমের দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা হয়েছে। ২০ টাকা কেজির আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় দেখা দিয়েছে মোমবাতি ও দেশলাইয়ের সংকট।
শহরের মদিনা মার্কেটের পরাগ স্টোরের মালিক শিমুল রঞ্জন ধর বলেন, ‘বৃষ্টি ও বন্যার কারণে গতকাল সকালে দোকান খুলিনি। দুপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে দোকান খোলামাত্র ক্রেতারা লাইন দিয়ে পণ্য ক্রয় করা শুরু করেন।’
আরেক দোকানি রাজু আহমেদ বলেন, যিনি আগে দুটি মোমবাতি কিনতেন, তিনি দুই প্যাকেট কিনছেন। যার দরকার এক কেজি আলু, তিনি ১০ কেজি কিনছেন। ফলে নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।
নগরীর মদীনা মার্কেট এলাকার সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, শনিবার দুপুরে মদিনা মার্কেট থেকে বাগবাড়ি পর্যন্ত প্রায় ১৫টি দোকানে খুঁজে মোমবাতি, মুড়ি, আলু ও সয়াবিন তেল পাইনি।
নগরীর সুবিদবাজার এলাকার মো. রাসেল মিয়া বলেন, শনিবার বিদ্যুৎ যাওয়ার পর থেকে মোমবাতি ও দেশলাইয়ের চাহিদা বেড়েছে। বেশির ভাগ মানুষই চার-পাঁচ প্যাকেট করে মোমবাতি কিনে নিয়ে যাচ্ছেন। যে কারণে সংকট তৈরি হয়েছে।
এদিকে বন্যার কারণে সবজি বাজারেও অস্বস্থি দেখা দিয়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। নগরীর মদিনা মার্কেট এলাকার খুচরা বিক্রেতা সোহেল আহমেদ বলেন, সবজির পাইকারি হাট টুকেরবাজার ও সুবহানীঘাট সবজির আড়ত পানিতে তলিয়ে গেছে, যার ফলে সবজি সংকট চলছে এবং দামও বেশি।
এ ব্যাপারে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘বন্যায় সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ও কাজীরবাজার পানির নিচে চলে গেছে। পাশাপাশি খুচরা ব্যবসায়ীদেরও প্রতিষ্ঠান তলিয়ে গেছে, তাই পণ্য সরবরাহ কম। এতে নিত্যপণ্যের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ক্রেতারাও প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনছেন। বাজারে সংকটের এটাও একটা কারণ। তবে আমরা বাজর মনিটরিং করছি। আশা করছি এই সংকট থাকবে না।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে