Ajker Patrika

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে শামিম ওসমানের থাকার সত্যতা মেলেনি

শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানে শামিম ওসমানের থাকার সত্যতা মেলেনি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে আওয়ামী লীগের সাবেক এমপি শামিম ওসমান থাকার বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরে এ ধরনের গুজব শুনে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বিষয়টি নিশ্চিত হন।

এ বিষয়ে গ্র্যান্ড সুলতানের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) আরমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘কে বা কারা একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যে, এখানে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা রয়েছেন। ঘটনাটি জানার পর সেনাবাহিনীর সদস্যরা এসে আমাদের সিসিটিভি ফুটেজ ও গেস্ট রেকর্ড বই চেক করে কোনো সত্যতা পাননি।’

আজ বুধবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ি পড়ে যে, গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে আওয়ামী লীগের সাবেক এমপি শামিম ওসমানসহ কয়েকজন এমপি-মন্ত্রী রয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনীর একটি দল গিয়ে রিসোর্টের সিসিটিভি ফুটেজ ও গেস্ট রেকর্ড বই তল্লাশি করে এটিকে গুজব বলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত