সিলেট প্রতিনিধি
করোনা ভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছেন সিলেটের প্রায় দুই লাখ শিক্ষার্থী। আগামীকাল সোমবার থেকে বিভিন্ন স্থানে টিকা দেওয়া শুরু হলেও সিলেটে কবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে তা এখনো নির্ধারণ হয়নি। এরই মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এখনই সিলেটের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সোমবার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও সিলেটের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে আমরা আশা করছি খুব শিগগিরই সিলেটেও টিকা দেওয়া শুরু হতে পারে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ সব শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে কাজ করব। তথ্য প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে প্রেরণ করব।
আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারের টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এ জন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।
করোনা ভাইরাসের টিকা নিতে অপেক্ষায় আছেন সিলেটের প্রায় দুই লাখ শিক্ষার্থী। আগামীকাল সোমবার থেকে বিভিন্ন স্থানে টিকা দেওয়া শুরু হলেও সিলেটে কবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে তা এখনো নির্ধারণ হয়নি। এরই মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে জেলা শিক্ষা অফিস। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, এখনই সিলেটের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। আগামীকাল সোমবার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হলেও সিলেটের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। তবে আমরা আশা করছি খুব শিগগিরই সিলেটেও টিকা দেওয়া শুরু হতে পারে।
জেলা শিক্ষা অফিস জানায়, সিলেট জেলা ও মহানগরের ১ লাখ ৯২ হাজার ১৫৯ জন শিক্ষার্থীর তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এ সব শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। তথ্য প্রেরণকৃত শিক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২৯০ জন মাদ্রাসার আর ১ লাখ ৬২ হাজার ৮৬৯ স্কুলের শিক্ষার্থী।
সিলেট জেলা শিক্ষা অফিসার এ এস এম আবদুল ওয়াদুদ বলেন, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এখন শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবে কাজ করব। তথ্য প্রেরণ একটি চলমান প্রক্রিয়া। আমরা পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে প্রেরণ করব।
আগামীকাল সোমবার থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজারের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রথম দফায় রাজধানীর ১২টি কেন্দ্রে এবং ঢাকার বাইরের ২১টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হবে। এ লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। বর্তমানে ৭০ লাখ ফাইজারের টিকা রয়েছে। যা দিয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। আগামী নভেম্বরে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসবে।
খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হয়। এ জন্য দেশের সব জেলাতেই ক্রমান্বয়ে প্রয়োজন মতো শীতাতপ ব্যবস্থা ঠিক করে দেশব্যাপী ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার কাজ শুরু করা হবে।
‘নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে ছিল সুপেয় পানির ভান্ডার। খাল-বিল-ডোবায় ভরপুর ছিল এই জনপদ। কৃষির আঁতুড়ঘর বলা হয় সুবর্ণচরকে। কখনো ভাবিনি যে এখানে একদিন সুপেয় পানির জন্য হাহাকার হবে। সাতসকালে উঠেই পরিবারের সদস্যদের পানির তৃষ্ণা মেটাতে যুদ্ধ করতে হয়।
১ মিনিট আগেতিন দফা দাবিতে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৫ মিনিট আগেবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
৯ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
১৮ মিনিট আগে