সুনামগঞ্জ প্রতিনিধি
‘বর্তমানে যে অবস্থায় আছি, পোলাপাইনরে কেমনে ভাত খাওয়াইমু ওই চিন্তাত পড়ছি। আর ঈদের কাপড় তো এখন আমার লাগি দুঃস্বপ্ন।’ এভাবেই কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক কেজাউড়া গ্রামের আয়ন নেছা।
আয়ন নেছা বলেন, ‘আমার পাঁচ ছেলে, তিন মেয়ে ও বৃদ্ধ স্বামীসহ পরিবারের সদস্য মোট ১০ জন। একমাত্র বোরো ফসলই সারা বছরের খাবারের জোগান দিত। বিকল্প কোনো আয় নেই, নেই কোনো সহায়সম্বল। ছোট দুই ছেলে অবুঝ। তাই ঈদ আইতাছে বলে কাপড়ও চাইতাছে। কিন্তু আমার পরিবারে এখন খাবারের জোগান দিতেই হিমশিম খাইতাছি, কাপড় কেমনে দিতাম?
জানা গেছে, আয়ন নেছার মতো হাজারো কৃষক পরিবার এভাবেই দিনাতিপাত করছে। হাওর এলাকায় নেই ঈদের আনন্দ। পাহাড়ি ঢলে নিঃস্ব হওয়া হাওর অধ্যুষিত চার উপজেলার ২২ হাজারের অধিক কৃষকের বেশির ভাগই এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট চৈত্রের অকালবন্যায় সব হারিয়ে নিঃস্ব তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লা উপজেলার কৃষক পরিবারের মধ্যে ঈদ এলেও তাঁরা এখন চরম অসহায়।
গত কদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ১৫টি হাওরের ফসল ভেসে গেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে পাহাড়ি ঢলের কবলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চাপতির হাওরের শতভাগ ফসল পানিতে তলিয়ে যায়। এতে ওই হাওরের প্রায় ১৭ হাজার কৃষক নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের মধ্যে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ৭০ ঊর্ধ্ব আইয়ুব আলী ৭ সন্তানের বাবা। সংসারে আছে নাতি-নাতনিও। একমাত্র বোরো ফসলের ওপরই নির্ভরশীল এত বড় সংসার। ফসল হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। একদিকে ঋণের চাপ, অন্যদিকে সন্তান ও নাতি-নাতনিদের ঈদের কাপড় কিনে দেওয়ার বায়না। সব মিলিয়ে দিশেহারা আইয়ুব আলী।
একই হাওরে চাষাবাদ করেছিলেন উপজেলার বকশিপুর গ্রামের মাসুক মিয়া। ঈদের চিন্তা মাথায় আনতেই পারছেন না। এরই মধ্যে বাচ্চাদের কাপড় দেওয়ার বায়না তো আছেই। ফসল হারিয়ে এখন তাঁর একদিকে চিন্তা ঋণ পরিশোধ, অন্যদিকে চিন্তা সামনের দিন কীভাবে চলবে।
মাসুক মিয়া ও আইয়ুব আলীর মতো হাওরাঞ্চলের হাজারো কৃষক পরিবারে এবার ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। উজানের ঢলে দিরাই উপজেলার চাপতির পার্শ্ববর্তী হাওরের কৃষকেরা যখন ফসল তোলা নিয়ে ব্যস্ত, অপর প্রান্তের চাপতির হাওরের কৃষকেরা তখন অসহায়ের মতো চেয়ে আছেন। থাকা ছাড়া আর কোনো উপায় নাই।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদ উপলক্ষে আমরা ক্ষতিগ্রস্তদের ঈদ উপকরণ দেব। একই সঙ্গে জিআর চাল বিতরণ অব্যাহত রয়েছে। আমি ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ত্রাণ এলে তখন আরও দেওয়া হবে।
‘বর্তমানে যে অবস্থায় আছি, পোলাপাইনরে কেমনে ভাত খাওয়াইমু ওই চিন্তাত পড়ছি। আর ঈদের কাপড় তো এখন আমার লাগি দুঃস্বপ্ন।’ এভাবেই কথাগুলো বলছিলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরে ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক কেজাউড়া গ্রামের আয়ন নেছা।
আয়ন নেছা বলেন, ‘আমার পাঁচ ছেলে, তিন মেয়ে ও বৃদ্ধ স্বামীসহ পরিবারের সদস্য মোট ১০ জন। একমাত্র বোরো ফসলই সারা বছরের খাবারের জোগান দিত। বিকল্প কোনো আয় নেই, নেই কোনো সহায়সম্বল। ছোট দুই ছেলে অবুঝ। তাই ঈদ আইতাছে বলে কাপড়ও চাইতাছে। কিন্তু আমার পরিবারে এখন খাবারের জোগান দিতেই হিমশিম খাইতাছি, কাপড় কেমনে দিতাম?
জানা গেছে, আয়ন নেছার মতো হাজারো কৃষক পরিবার এভাবেই দিনাতিপাত করছে। হাওর এলাকায় নেই ঈদের আনন্দ। পাহাড়ি ঢলে নিঃস্ব হওয়া হাওর অধ্যুষিত চার উপজেলার ২২ হাজারের অধিক কৃষকের বেশির ভাগই এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট চৈত্রের অকালবন্যায় সব হারিয়ে নিঃস্ব তাহিরপুর, ধর্মপাশা, দিরাই ও শাল্লা উপজেলার কৃষক পরিবারের মধ্যে ঈদ এলেও তাঁরা এখন চরম অসহায়।
গত কদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের ১৫টি হাওরের ফসল ভেসে গেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে পাহাড়ি ঢলের কবলে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের চাপতির হাওরের শতভাগ ফসল পানিতে তলিয়ে যায়। এতে ওই হাওরের প্রায় ১৭ হাজার কৃষক নিঃস্ব হয়ে গেছেন। তাঁদের মধ্যে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ৭০ ঊর্ধ্ব আইয়ুব আলী ৭ সন্তানের বাবা। সংসারে আছে নাতি-নাতনিও। একমাত্র বোরো ফসলের ওপরই নির্ভরশীল এত বড় সংসার। ফসল হারিয়ে এখন তিনি প্রায় দিশেহারা। একদিকে ঋণের চাপ, অন্যদিকে সন্তান ও নাতি-নাতনিদের ঈদের কাপড় কিনে দেওয়ার বায়না। সব মিলিয়ে দিশেহারা আইয়ুব আলী।
একই হাওরে চাষাবাদ করেছিলেন উপজেলার বকশিপুর গ্রামের মাসুক মিয়া। ঈদের চিন্তা মাথায় আনতেই পারছেন না। এরই মধ্যে বাচ্চাদের কাপড় দেওয়ার বায়না তো আছেই। ফসল হারিয়ে এখন তাঁর একদিকে চিন্তা ঋণ পরিশোধ, অন্যদিকে চিন্তা সামনের দিন কীভাবে চলবে।
মাসুক মিয়া ও আইয়ুব আলীর মতো হাওরাঞ্চলের হাজারো কৃষক পরিবারে এবার ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে। উজানের ঢলে দিরাই উপজেলার চাপতির পার্শ্ববর্তী হাওরের কৃষকেরা যখন ফসল তোলা নিয়ে ব্যস্ত, অপর প্রান্তের চাপতির হাওরের কৃষকেরা তখন অসহায়ের মতো চেয়ে আছেন। থাকা ছাড়া আর কোনো উপায় নাই।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদ উপলক্ষে আমরা ক্ষতিগ্রস্তদের ঈদ উপকরণ দেব। একই সঙ্গে জিআর চাল বিতরণ অব্যাহত রয়েছে। আমি ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ত্রাণ এলে তখন আরও দেওয়া হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৮ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে