Ajker Patrika

বিবিয়ানা গ্যাসফিল্ডের ৩টি কূপ পুনরায় চালু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৫: ২১
বিবিয়ানা গ্যাসফিল্ডের ৩টি কূপ পুনরায় চালু

এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানার গ্যাসের কূপ থেকে বালু ওঠার কারণে বন্ধ ছয়টি কূপের মধ্যে তিনটি পুনরায় চালু করা হয়েছে। অপর তিনটি কূপ সচল করতে কাজ করছেন অভিজ্ঞ প্রকৌশলীরা। তবে শেভরন বলছে, পুরোপুরি সচল হতে সময় লাগতে পারে আরও কয়েক দিন। 

শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান আজ মঙ্গলবার তিনটি কূপ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

শেখ জাহিদুর রহমান জানান, শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাস প্ল্যান্টে ক্ষতিগ্রস্ত দুটি প্রসেস ট্রেনের মধ্যে একটি প্রসেস ট্রেন ও ছয়টির মধ্যে একটি কূপ গতকাল সোমবার চালু করে। এরপর আজ সকালে আরও দুটি কূপ চালু করা হয়েছে। এর ফলে মোট তিনটি কূপ চালু করা হয়েছে। 

জাহিদুর রহমান বলেন, ‘অবশিষ্ট একটি ট্রেন ও তিনিট কূপের কার্যক্রম ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।’ 

পেট্রোবাংলা ও শেভরন সূত্র বলছে, গত রোববার সকালে হঠাৎ গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তবে কোন কূপ থেকে উঠছে, তা শনাক্ত করা যায়নি। তাই জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। 

বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদনক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রোববার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের অভিযোগকেন্দ্রে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার ভোক্তারা অভিযোগ জানাতে থাকেন। ইফতার, রাতের খাবার ও সেহ্‌রি রান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 

এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে রোববার দুই দফা বিবৃতি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রথম দফায় বলা হয়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হতে পারে। অভিজ্ঞ প্রকৌশলীরা মেরামতের কাজ করে যাচ্ছেন। 

দ্বিতীয় দফার বিবৃতিতে বলা হয়, গ্যাস সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ঘটছে। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত