Ajker Patrika

ধর্ষণ মামলায় দণ্ডিত আসামি ১৯ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধি, সিলেট
ধর্ষণ মামলায় দণ্ডিত আসামি ১৯ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৯ বছর পালিয়ে থাকার পর হবিগঞ্জের চুনারুঘাটের একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ এর সদস্যরা। বুধবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আশিকুর রহমান (৪৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার কেউন্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। 

মেজর মাহফুজুর রহমান জানান, ২০০২ সালে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন আশিকুর। এর সঙ্গে আদালত তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেন। এরপর থেকে আশিকুর বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। বিষয়টি র‍্যাবের নজরে আসলে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব নিশ্চিত হন আশিকুর চট্টগ্রামে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। 

আশিকুরকে আজ বৃহস্পতিবার সাধারণ ডায়েরি ও সাজা পরোয়ানায় গ্রেপ্তার দেখিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত