নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রতি সম্মান জানিয়েছেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি শেখ রাসেল হাসান বলেন, ‘বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তিনি কারও চোখে পানি দেখতে চান না। এই সরকারের আমলে একজন শিশু জন্মের পূর্ব থেকেই ৭০টিরও অধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবাপ্রাপ্ত হয়।’
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকারের উন্নয়নে মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান, সদস্য মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, ফয়জুল হক ফয়সল, সুভাস দাস, আফতাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ ২০২২-২৩ অর্থবছরে ৩৯৩ জনকে ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি, চার হাজার ৬০০ জনকে ২৪ লাখ টাকার ত্রাণ বিতরণ, ২২১ জনকে ১৫ লাখ টাকার আর্থিক অনুদান, ৪৬০ জনকে প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে ৪৫ লাখ টাকা, ৩৬৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করেছে।
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রতি সম্মান জানিয়েছেন।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি শেখ রাসেল হাসান বলেন, ‘বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তিনি কারও চোখে পানি দেখতে চান না। এই সরকারের আমলে একজন শিশু জন্মের পূর্ব থেকেই ৭০টিরও অধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবাপ্রাপ্ত হয়।’
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকারের উন্নয়নে মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান, সদস্য মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, ফয়জুল হক ফয়সল, সুভাস দাস, আফতাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ ২০২২-২৩ অর্থবছরে ৩৯৩ জনকে ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি, চার হাজার ৬০০ জনকে ২৪ লাখ টাকার ত্রাণ বিতরণ, ২২১ জনকে ১৫ লাখ টাকার আর্থিক অনুদান, ৪৬০ জনকে প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে ৪৫ লাখ টাকা, ৩৬৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করেছে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৮ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩২ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে