Ajker Patrika

শক্তিশালী দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে সরকারের উন্নয়নকে সম্মান করেছেন: সিলেটের ডিসি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৯
শক্তিশালী দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে সরকারের উন্নয়নকে সম্মান করেছেন: সিলেটের ডিসি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেবা দক্ষতার দিক দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, শক্তিশালী দেশের সরকারপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি প্রদানের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রতি সম্মান জানিয়েছেন। 

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে স্থানীয় সরকার উন্নয়ন মেলা মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডিসি শেখ রাসেল হাসান বলেন, ‘বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, তিনি কারও চোখে পানি দেখতে চান না। এই সরকারের আমলে একজন শিশু জন্মের পূর্ব থেকেই ৭০টিরও অধিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সেবাপ্রাপ্ত হয়।’ 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সরকারের উন্নয়নে মানুষের সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। 

সিলেটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে অনুদান বিতরণ। ছবি: আজকের পত্রিকাআলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। 

উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) মতিউর রহমান, সদস্য মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, ফয়জুল হক ফয়সল, সুভাস দাস, আফতাব আলী কালা মিয়া, সুষমা সুলতানা রুহি প্রমুখ। 

উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ ২০২২-২৩ অর্থবছরে ৩৯৩ জনকে ২০ লাখ টাকার শিক্ষাবৃত্তি, চার হাজার ৬০০ জনকে ২৪ লাখ টাকার ত্রাণ বিতরণ, ২২১ জনকে ১৫ লাখ টাকার আর্থিক অনুদান, ৪৬০ জনকে প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে ৪৫ লাখ টাকা, ৩৬৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ১৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয় করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত