Ajker Patrika

কমলগঞ্জে নৌকার অফিস ও এমপির ওপর হামলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৪: ৩৫
কমলগঞ্জে নৌকার অফিস ও এমপির ওপর হামলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্যের গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী ও বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেল আহমদ তরফদারের বিরুদ্ধে। 

গতকাল রোববার রাত ১০টায় উপজেলার মুন্সিবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে তাঁর গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্ত সহকারীসহ সাতজন আহত হয়েছেন। 

এ ঘটনায় রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বড় ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

৪০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বড় ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, রহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় এমপি আব্দুস শহীদের ছোট ভাই ইফতেখার আহমদ নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার রাতে ব্যক্তিগত একটি অনুষ্ঠান শেষে মৌলভীবাজার ফেরেন তিনি। পথে মুন্সিবাজার নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে আসলে স্থানীয় এলাকাবাসী চা খাওয়ার অনুরোধ করেন। এ সময় বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার তাঁর সমর্থকদের নিয়ে মোটরসাইকেল মিছিল সহকারে নৌকার নির্বাচনী অফিসে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় স্থানীয় এমপি নৌকার অফিসের ভেতরে অবস্থানরত ছিলেন। তখন অফিসে বসা নৌকার লোকজনদের ধারালো অস্ত্র ধারা আঘাত করা হয়। হামলার সময় অফিসের সাটার বন্ধ করে এমপিকে নিরাপদে রাখা হয়। বাইরে দুই পক্ষের সংঘর্ষে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় এমপির গাড়িবহরে অতর্কিতে হামলাএ সময় জুনেল আহমেদ তরফদার তাঁর সমর্থকদের নিয়ে অফিসের সামনে রাখা এমপির গাড়ি ও নৌকার কার্যালয়ে ভাঙচুর চালায়। হামলায় আব্দুস শহীদ এমপি নিরাপদ থাকলেও তাঁর গানম্যান তরিকুল, গাড়িচালক স্বপন, ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা খালেদ সাইফুলাহসহ সাতজন আহত হন। তাদের মধ্যে গানম্যান তরিকুল ও ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেন সোহেলের অবস্থা আশঙ্কাজনক থাকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর পুলিশ এসে আব্দুস শহীদ এমপিকে নিরাপদে সরিয়ে নেন।  

এদিকে ঘটনার পর থেকে মুন্সিবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে স্থানীয় সংসদ সদস্য আহতদের দেখতে কমলগঞ্জ হাসপাতালে অবস্থান করেন। পরে মধ্য রাতে শ্রীমঙ্গল নিজ বাসায় চলে যান। 

অপরদিকে ঘটনার পর বিদ্রোহী প্রার্থী ও সমর্থকেরা আত্মগোপনে গেছেন। তবে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা আহত হয়েছেন বলে দাবি করেছেন চেয়ারম্যান প্রার্থী জুনেল আহমদ তরফদার। জুনেল আহমদ বলেন, এমপি আচরণবিধি ভঙ্গ করে এলাকায় প্রবেশ করা এ ধরনের ঘটনা ঘটেছে। 

এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে নৌকার প্রার্থী ইফতেখার আহমেদ বদরুল বলেন, ‘বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুনেল আহমেদ তরফদার তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার অফিসে অতর্কিত হামলা চালিয়ে আমার নেতা-কর্মীকে গুরুতর আহত করেছে। তারা আমার অফিস ভাঙচুর করেছে। হামলায় এমপির গানম্যান, গাড়িচালক ও একান্ত সহকারীর অবস্থা গুরুতর।’ 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘এ ঘটনায় রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বড় ভাই বাদী হয়ে ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে আমরা দুজন আসামিকে আটক করেছি। অন্যান্য আসামিদের আটক করার জন্য অভিযান অব্যাহত আছে। বর্তমানে এ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’ 

প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত