সিলেট প্রতিনিধি
টাকা নিয়ে ঝগড়ার জেরে সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন রিমন আহমদ (২০) নামে এক অটোচালক। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ মাইজভাগ রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে এবং তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ওই গ্রামের মজির উদ্দিনের মেয়ে তাহমিনা বেগম (১৮) ও হালিমা বেগম (২০)।
জানা যায়, রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ও সাদিকের মধ্যে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় সালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ সময় রিমন পক্ষ নেন বদরুলের। একপর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই লুটে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুল নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
টাকা নিয়ে ঝগড়ার জেরে সিলেটের গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন রিমন আহমদ (২০) নামে এক অটোচালক। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দক্ষিণ মাইজভাগ রফিপুর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন ওই গ্রামের ইশ্রাব আলীর ছেলে এবং তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ওই গ্রামের মজির উদ্দিনের মেয়ে তাহমিনা বেগম (১৮) ও হালিমা বেগম (২০)।
জানা যায়, রিমন আহমদের চাচাতো ভাই বদরুল ও সাদিকের মধ্যে মোটরসাইকেল বিক্রির টাকা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় সালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এ সময় রিমন পক্ষ নেন বদরুলের। একপর্যায়ে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই লুটে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাতজনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এর আগে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আব্দুল নাসের আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৫ ঘণ্টা আগে