Ajker Patrika

সিলেট বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবে বিএনপি

সিলেট প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পুত্রবধূ জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও পুত্রবধূ জোবাইদা রহমান। ছবি: সংগৃহীত

লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।

যাত্রাবিরতিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতা–কর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।

বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।

বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এই ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর বেগম জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।

মো. শাহনেওয়াজ মজুমদার আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণের প্রস্তাব দিয়েছিল বিমান। কিন্তু যাত্রীদের কষ্টের কথা ভেবে বেগম খালেদা জিয়া বিমানের এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে বিমানটি যথারীতি সিলেটে ট্রানজিট দিয়ে ঢাকায় যাবে।’

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশনেত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, কোকো সাহেবের সহধর্মিণীসহ চিকিৎসকেরা। এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।’

এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত