সিলেট প্রতিনিধি
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
যাত্রাবিরতিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতা–কর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।
বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এই ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর বেগম জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।
মো. শাহনেওয়াজ মজুমদার আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণের প্রস্তাব দিয়েছিল বিমান। কিন্তু যাত্রীদের কষ্টের কথা ভেবে বেগম খালেদা জিয়া বিমানের এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে বিমানটি যথারীতি সিলেটে ট্রানজিট দিয়ে ঢাকায় যাবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশনেত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, কোকো সাহেবের সহধর্মিণীসহ চিকিৎসকেরা। এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।’
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।
লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী সোমবার সিলেট বিমানবন্দর হয়ে ঢাকায় পৌঁছাবেন। এদিন সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর এক ঘণ্টা যাত্রাবিরতির কথা রয়েছে। একই বিমানে তাঁর সঙ্গে পুত্রবধূ সিলেটের বনেদি পরিবারের সন্তান জোবাইদা রহমানও দেশে ফিরছেন।
যাত্রাবিরতিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৮টায় নেতা–কর্মীদের বিমানবন্দরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০২) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেশের পথে যাত্রা করবে।
বিমানটি বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে সেটি ঢাকার পথে উড্ডয়ন করবে। এই ফ্লাইটের সিলেটের যাত্রীরা শুধু নামতে পারবেন, আর বেগম জিয়া বা ঢাকার যাত্রীদের ফ্লাইট থেকে নামার সুযোগ নেই। এটা তো ট্রানজিট ফ্লাইট।
মো. শাহনেওয়াজ মজুমদার আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বিবেচনায় ফ্লাইটটি প্রথমে ঢাকায় অবতরণের প্রস্তাব দিয়েছিল বিমান। কিন্তু যাত্রীদের কষ্টের কথা ভেবে বেগম খালেদা জিয়া বিমানের এ প্রস্তাবে রাজি হননি। যে কারণে বিমানটি যথারীতি সিলেটে ট্রানজিট দিয়ে ঢাকায় যাবে।’
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘যাত্রাবিরতিতে আমরা ম্যাডামকে বিমানবন্দরে স্বাগত জানাব। তাঁকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশনেত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, কোকো সাহেবের সহধর্মিণীসহ চিকিৎসকেরা। এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।’
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়া তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো দল যদি নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীক আছে, সেখান থেকে একটা নিতে হয়। এনসিপির চাওয়া প্রতীক আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই তাদের প্রতীক বরাদ্দ দিতে পারিনি।’
৩ মিনিট আগেখুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট-সংলগ্ন এলাকায় ৭ বছরের শিশু জিসানের হত্যায় জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
৯ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের দুই পা ক্ষতবিক্ষত হয়ে গেছে। এর মধ্যে একটি পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত বিজিবি সদস্যের নাম মোহাম্মদ আকতার। তিনি কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু-আমতলী বিওপির একজন নায়েক...
১১ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ল্যাবরেটরি মেডিসিন বিভাগ চালু করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকালে এর উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।
৩২ মিনিট আগে