Ajker Patrika

মাছ মাংস ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে: মেনন

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ১৭
মাছ মাংস ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘ওয়ার্কার্স পার্টি দেশের গরিবদের পক্ষে কথা বলে। আজ দেশের মানুষ তিনবেলা তো দূরের কথা, দুবেলাও ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারছে না। মাছ, মাংস, ডিম গরিবদের জন্য হারাম হয়ে গেছে। এমনকি যে আটা দিয়ে রুটি বানিয়ে খাবে, সেই আটারও দাম বেড়ে গেছে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে সারা দেশের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি তুলতে হবে। গরিব ও মধ্যবিত্ত মানুষের খাবার নিশ্চিত করতে হবে। আজ সময় এসেছে, নিজেদের দাবি নিজেদেরই পূরণ করতে হবে।’

আজ শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। 

মেনন আরও বলেন, ‘চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু এবং বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধ ও দুর্নীতি বন্ধের দাবিতে এই সমাবেশ।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সভাপতি সিকান্দর আলী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। সমাবেশে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত