Ajker Patrika

হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা শাহীনুর পাশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা শাহীনুর পাশা গ্রেপ্তার

সিলেট: বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ থেকে হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁকে গ্রেপ্তার করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধী আন্দোলনে সহিংসতা ও তাণ্ডবের দায়ে সিলেটে এই প্রথম পদধারী কোনো হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হলো।

শাহীনুর পাশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির বলেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে। রাতেই তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।

বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপি জানান, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল বিমানবন্দর থানা পুলিশের সহযোগিতায় শাহীনুর পাশাকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, শাহীনুর পাশা নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদে গত ২০ রমজান থেকে এতেকাফে ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে শূন্য হওয়া আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন শাহীনুর পাশা। ওই উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে অংশ নেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত