Ajker Patrika

সুনামগঞ্জের চিকসা গ্রামে অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করলেন মাতব্বরেরা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১২: ৩৬
সুনামগঞ্জের চিকসা গ্রামে অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করলেন মাতব্বরেরা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চিকসা গ্রামে বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার রাতে গ্রামের মানুষের সঙ্গে বসে মাতব্বরদের সিদ্ধান্তে এ নিয়ম চালু করা হয়। কেউ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

৯ নম্বর ওয়ার্ডের চিকসা গ্রামের ইউপি সদস্য শফিকুল হক বলেন, ‘আমাদের গ্রামটি সদর ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম। গ্রামে হিন্দু-মুসলিম দুই ধর্মের লোক বাস করে। এর মধ্যে ৮০ শতাংশ মুসলিম পরিবার। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় বড় বড় সাউন্ড বক্স বাজিয়ে গ্রামের মানুষ বিয়ে-জন্মদিন বা সুন্নতে খতনা অনুষ্ঠান পালন করে। এতে হার্টের রোগী, বৃদ্ধ ও শিশুদের অনেক কষ্ট হয়। গ্রামের সম্মানিত মাতব্বরদের নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানে গান-বাজনা নিষিদ্ধ বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ যদি না মানে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা শুধু মুসলিম পরিবারের জন্য কার্যকর হবে। আর এই গ্রামে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী ভাইদের জন্য এ বিষয়ে কিছু বলা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু ধর্মাবলম্বী বলেন, ‘গ্রামের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন শুনেছি। আমাদের তারা এ বিষয়ে কিছু বলেননি। তবে উচ্চ সাউন্ডে গান-বাজনায় হার্টের রোগী ও বৃদ্ধদের কষ্ট হয়, তাই এই সিদ্ধান্তে আমাদের কোনো সমস্যা নেই।’ 

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, ‘উচ্চ শব্দে গান-বাজনা করলে অনেকেরই সমস্যা হয়। তা ছাড়া উচ্চ শব্দে গান-বাজনায় আইনগতভাবেও বাধ্যবাধকতা আছে। চিকসা গ্রামের মাতুব্বরেরা গান-বাজনা নিষিদ্ধ করেছেন। একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন তাঁরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত