Ajker Patrika

সিলেটে কাভার্ড ভ্যানে আগুন দিল ৪ মুখোশধারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে কাভার্ড ভ্যানে আগুন দিল ৪ মুখোশধারী

সিলেটের গোলাপগঞ্জে একটি কাভার্ড ভ্যান থামিয়ে আগুন দিয়েছে মোটরসাইকেল আরোহী চার মুখোশধারী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মাইজভাগ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে একটি কাভার্ড ভ্যান সিলেটের উদ্দেশে যাচ্ছিল। পথে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী ইউনিয়নের মাইজভাগ নামক স্থানে দুটি মোটরসাইকেলযোগে আসা চারজন মুখোশধারী গাড়ির চালক ও হেলপারকে নামিয়ে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ছুটে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে আগুন দেওয়ার কারণে মধ্যরাতেও সিলেট-জকিগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার। তিনি বলেন, ‘দুটি মোটরসাইকেলযোগে চারজন মুখোশধারী গাড়ি থামিয়ে চালক ও হেলপারকে নামিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। সব ধরনের নাশকতা রোধে পুলিশ সতর্ক রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত