Ajker Patrika

নগরীর বাগবাড়ি থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সিলেট প্রতিনিধি
নগরীর বাগবাড়ি থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সিলেট নগরীর বাগবাড়ি এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের সামছুদ্দীনের কলোনি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত মুজিবুর রহমানের (৭০) বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে সিলেটে থাকতেন। মুজিবুর রহমানের তিন ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। 

পুলিশ জানায়, পরিবারের সদস্যরা সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মুজিবুর রহমানের দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত