নিজস্ব প্রতিবেদক সিলেট
সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তাঁর স্ত্রী রাজনা বেগম (২৫)।
স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। প্রথমে স্ত্রী অসুস্থ হলে স্বামী হাসপাতালে নিয়ে যায়। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে বিকট চিৎকারে সেও অসুস্থ হয়ে মারা যায়। যেহেতু ডাক্তার সুনির্দিষ্ট করে কিছু বলছে না, তাই তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বাকিটা পুলিশ বলতে পারবে।’
সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তাঁর স্ত্রী রাজনা বেগম (২৫)।
স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। প্রথমে স্ত্রী অসুস্থ হলে স্বামী হাসপাতালে নিয়ে যায়। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে বিকট চিৎকারে সেও অসুস্থ হয়ে মারা যায়। যেহেতু ডাক্তার সুনির্দিষ্ট করে কিছু বলছে না, তাই তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বাকিটা পুলিশ বলতে পারবে।’
নারায়ণগঞ্জে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
৯ মিনিট আগেময়মনসিংহের ভালুকায় সেপ্টেম্বর মাসের বেতনসহ ১০ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ সোমবার সকালে কাঁঠালী বাগরাপাড়া এলাকায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শেফার্ড গ্রুপের কারখানার শ্রমিকেরা। মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যানচালক ও যাত্রীরা।
১৭ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ মিনিট আগেএবার রাজধানীর চকবাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমকে। আজ সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।
২১ মিনিট আগে