নিজস্ব প্রতিবেদক সিলেট
সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তাঁর স্ত্রী রাজনা বেগম (২৫)।
স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। প্রথমে স্ত্রী অসুস্থ হলে স্বামী হাসপাতালে নিয়ে যায়। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে বিকট চিৎকারে সেও অসুস্থ হয়ে মারা যায়। যেহেতু ডাক্তার সুনির্দিষ্ট করে কিছু বলছে না, তাই তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বাকিটা পুলিশ বলতে পারবে।’
সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তাঁর স্ত্রী রাজনা বেগম (২৫)।
স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে বেলা ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে মারা গেছেন। প্রথমে স্ত্রী অসুস্থ হলে স্বামী হাসপাতালে নিয়ে যায়। পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি সহ্য করতে না পেরে বিকট চিৎকারে সেও অসুস্থ হয়ে মারা যায়। যেহেতু ডাক্তার সুনির্দিষ্ট করে কিছু বলছে না, তাই তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তবে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। বাকিটা পুলিশ বলতে পারবে।’
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে এক মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দুজনকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহের সম্ভুগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত
৩ মিনিট আগেএলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের শাহের আলী খন্দকারের ছেলে মুকুল খন্দকার পাশের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি এলাকার আহাম্মদ খন্দকারের বাড়িতে গাছ কাটতে যান। কাটার একপর্যায়ে একটি গাছ উল্টে তাঁর ওপর পড়ে।
৭ মিনিট আগেগাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজন
৭ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। ওই ইউপি চেয়ারম্যানকে ‘কুখ্যাত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ’ উল্লেখ করে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
১৬ মিনিট আগে