Ajker Patrika

সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম অসুস্থ, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।

বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে গতকাল রোববার বিকেলে ৩টায় ‘তারুণ্যের সমাবেশ’ এ তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, রোববার রাতে আব্দুল কাইয়ুম চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সোমবার বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়। কাইয়ুম চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত