সিলেট প্রতিনিধি
সিলেটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান হোসেন, ফরহাদ আহমদ ও জুনেদ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করার আগেই রায়হান নামের এক ব্যবসায়ী তাঁকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন।
এদিকে জাবেদ পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাবেদকে পালিয়ে যেতে সহযোগিতা করা তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই কর্মী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল। যার সব প্রমাণাদি রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
নাসিম বলেন, তাঁকে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ভেতরে দেখেন। তখন ওই শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ছাত্রলীগ কর্মীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
সিলেটে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ কর্মীকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দেড়টার দিকে নগরের জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পালিয়ে যাওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়হান হোসেন, ফরহাদ আহমদ ও জুনেদ আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মী জাবেদ আহমদকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করার আগেই রায়হান নামের এক ব্যবসায়ী তাঁকে নিরাপদভাবে পালিয়ে যেতে সহায়তা করেন।
এদিকে জাবেদ পালিয়ে যাওয়ার খবরে সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকা স্লোগানে ও মিছিলে উত্তাল করে তোলেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় জাবেদকে পালিয়ে যেতে সহযোগিতা করা তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে।
শাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই কর্মী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়েছিল। যার সব প্রমাণাদি রয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে।
নাসিম বলেন, তাঁকে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ভেতরে দেখেন। তখন ওই শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে পুলিশের সোপর্দ করতে চাইলেও রায়হান নামের ওই ব্যবসায়ী তাঁকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে এই মুহূর্তে রায়হানসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘ছাত্রলীগ কর্মীকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ছাত্রলীগ কর্মীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪২ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে