Ajker Patrika

সিলেট সীমান্তে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি
জব্দ করা চোরাই পণ্য। ছবি: সংগৃহীত
জব্দ করা চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ও আজ রোববার গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

আজ রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে চোরাই পণ্য জব্দের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রোববার রাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবির টহল দল কাশ্মীরি হিজাব, থ্রি পিস, গরুর মাংস, মদ, শিং মাছসহ বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করে। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লাখ ১১ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসব চোরাচালানের মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

উপদেষ্টা আসিফ মাহমুদের এনপিবি পিস্তল কী ধরনের আগ্নেয়াস্ত্র

গায়ের জোরে পদ্মা সেতুর দুর্নীতি মামলা বসিয়ে দেওয়া হয়: দুদক চেয়ারম্যান

প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন যাঁরা

বিএনপির অনুষ্ঠানে সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, প্রতিবাদ জানালেন ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত