Ajker Patrika

সম্পদ বেড়েছে শামীমের তবু এগিয়ে মজির

সিলেট প্রতিনিধি
সম্পদ বেড়েছে শামীমের তবু এগিয়ে মজির

দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন। তাঁদের মধ্যে দুজন স্বশিক্ষিত ও একজন স্নাতক পাস। বাৎসরিক আয় ও অস্থাবর সম্পদে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন মজির উদ্দিন। আর বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদের আয়, স্থাবর-অস্থাবর সম্পদ ও ঋণ সমানতালে বেড়েছে। মজির উদ্দিন ছাড়া বাকি দুজনের রয়েছে ব্যাংক ঋণ। প্রার্থীদের দাখিল করা হলফনামা ঘেঁটে এসব তথ্য জানা গেছে। 

সম্পদ ও ঋণ বেড়েছে শামীমের
কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ শামীম স্বশিক্ষিত ও ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে ১১টি মামলা থাকলেও সেগুলো থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। গত ৫ বছরে শামীম আহমদের আয়, স্থাবর-অস্থাবর সম্পদ ও ঋণ বেড়েছে। পাঁচ বছর আগে তাঁর বাৎসরিক আয় ছিল ১১ লাখ ৯৫ হাজার টাকা। বর্তমানে চার গুণ বেড়ে তা হয়েছে ৪৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে ২ লাখ ১১ হাজার ৩৮৩ টাকা। বর্তমানে অস্থাবর সম্পদ ২০ লাখ ৭৭ হাজার ৯৯৬ টাকা, যা আগে ছিল ১৮ লাখ ৬৬ হাজার ৬১৩ টাকা। বর্তমানে শামীমের স্থাবর সম্পদ ৩ কোটি ৪৪ হাজার ৫০৩ টাকা। ব্যাংক ঋণ বেড়েছে ৭ গুণেরও বেশি। 

স্থাবর সম্পদ উল্লেখ করেননি মজির
স্নাতক পাস মজির উদ্দিন ব্যবসায়ী। ব্যবসা ও শেয়ার থেকে তাঁর বছরে আয় ৭৩ লাখ ৪৯ হাজার ৫৭৯ টাকা। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ৬৬ লাখ ৭৫ হাজার ৫৫ টাকার। 

মনসুরের আয় ৪ লাখ, ঋণ ২৪ লাখ 
স্বশিক্ষিত আবুল মনসুর মো. রশীদ আহমদও ব্যবসায়ী। তাঁর বাৎসরিক আয় ৪ লাখ ২০ হাজার টাকা। অস্থাবর সম্পদ ১২ লাখ ৯৩ হাজার টাকা। আবুল মনসুরের স্ত্রীর অলংকার রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। মনসুরের ব্যাংক ঋণ রয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৬৭ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত