Ajker Patrika

ধানখেতে যুবকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০: ০৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে নিখোঁজের পর দিন এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বিলেরখড় হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

যুবকের নাম আতাই মিয়া (৩৫)। তিনি পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃত বশির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়াকে বাড়ি থেকে পুটামারা বাজারে দেখা যায়। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বোরোখেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। আতাইয়ের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত দেখা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে জাহিদ হাসানের আপত্তি

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

দুদকের আতশ কাচের নিচে ছয় সাবেক মুখ্য সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত