Ajker Patrika

অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২২, ২০: ১২
অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গায়ে লেখা দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার ড্রাইভার বাজার ও পুরান বাজারে এ অভিযান চালান হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। 

বোতলের গায়ে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে পোস্ট অফিস রোডের রাধাকৃষ্ণ ভান্ডারকে ৭ হাজার টাকা, বাসন্তী স্টোরকে ৪ হাজার টাকা, ড্রাইভার বাজারের আব্দুর রউফ স্টোরকে ৫ হাজার টাকা, পুরান বাজারের মুখলিছ ভ্যারাইটিজ স্টোরকে ৬ হাজার টাকা, ইকবাল স্টোরকে ৪ হাজার টাকা এবং রিপন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৫০০ লিটার তেল বোতলের গায়ের লেখা মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। 

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, দোকানিরা বোতলের গায়ে মুদ্রিত মূল্য ১৬০ টাকায় বিক্রি না করে ২০০ টাকায় তেল বিক্রি করছিলেন। যেসব দোকানে এর প্রমাণ পেয়েছি তাদের জরিমানার পাশাপাশি ভোক্তাদের কাছে মুদ্রিত মূল্যে তেল বিক্রির ব্যবস্থা করেছি। ভোক্তাবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক জসীম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত