জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিতে কয়েকটি ফসল রক্ষা বেড়ি বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। এমন অবস্থায় কৃষকেরা ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে নলুয়ার হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬ ও ৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সঙ্গে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।
৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আহমদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার প্রকল্পের কিছু অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়ি বাঁধের কাজ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে।’
নলুয়ার হাওরের কৃষক জোবায়ের আহমদ বলেন, ‘বৃষ্টিতেই যদি বাঁধ ধসে যায়, নদীতে পানি আসলে কি হবে?’
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্যসচিব অমিত কান্তি দেব বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোনো বাঁধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, বৃষ্টিতে ফসল রক্ষা বেড়ি বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তবে ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃষ্টিতে কয়েকটি ফসল রক্ষা বেড়ি বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। এমন অবস্থায় কৃষকেরা ফসল নষ্টের শঙ্কায় রয়েছেন।
আজ বৃহস্পতিবার সরেজমিনে নলুয়ার হাওর ঘুরে দেখা গেছে, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের দাসনোয়াগাঁও থেকে হালেয়া পর্যন্ত ৩,৪, ৫,৬ ও ৭ নম্বর প্রকল্পের কিছু কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। প্রকল্পের সঙ্গে সম্পৃক্তরা শ্রমিক লাগিয়ে কাজ করছেন।
৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আহমদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার প্রকল্পের কিছু অংশ ধসে পড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের নির্দেশে বিকল্প বাঁধ নির্মাণের মাধ্যমে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘২১ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে ৫১২ মিটার বেড়ি বাঁধের কাজ করছি। আশা করছি নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে।’
নলুয়ার হাওরের কৃষক জোবায়ের আহমদ বলেন, ‘বৃষ্টিতেই যদি বাঁধ ধসে যায়, নদীতে পানি আসলে কি হবে?’
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্যসচিব অমিত কান্তি দেব বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসল রক্ষা বেড়ি বাঁধের কাজ শেষ করার কথা। নিয়ম অনুযায়ী কোনো বাঁধের কাজের অগ্রগতি সন্তোষ জনক নয়। এক দিনের বৃষ্টিতে অনেকগুলো বাঁধে ফাটল ও ত্রুটি দেখা দেওয়ায় কৃষকেরা চিন্তিত।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, বৃষ্টিতে ফসল রক্ষা বেড়ি বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। আমরা সরেজমিনে হাওর ঘুরে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলো নিরসন করতে বলা হয়েছে। তবে ৬ ও ৩৩ নম্বর প্রকল্পের বাঁধ ধসে যাওয়ায় কিছু অংশে বিকল্প বাঁধ নির্মাণ করা হচ্ছে।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে