Ajker Patrika

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫ 

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৬: ৫৩
হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫ 

হবিগঞ্জের লাখাই উপজেলার মকসুদপুর গ্রামে ধান কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল জলিল ওই গ্রামের মৃত আবদুল করিমের পুত্র।  

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, ওই গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্য বিরোধ চলে আসছিল। এরই জেরে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আবদুল জলিল। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

চম্পক ধাম আরও জানান, সংঘর্ষে বর্শার আঘাতে আবদুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত