Ajker Patrika

কমলগঞ্জে ছাত্রলীগের সভাপতি ও সা. সম্পাদক পদে ৮৭ সিভি জমা

আপডেট : ২৪ মে ২০২২, ২০: ৩৯
কমলগঞ্জে ছাত্রলীগের  সভাপতি ও সা. সম্পাদক পদে ৮৭ সিভি জমা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। তাঁদের মধ্যে অছাত্র, বহিষ্কৃত, ছাত্রলীগের কর্মী নয় ও ওয়ার্ড পর্যায়ের অনেক কর্মী রয়েছেন। সম্মেলন না করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।

জানা যায়, প্রায় ৫ বছর পর কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। গত শনিবার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন ছিল। নতুন কমিটি সামনে রেখে জেলা ছাত্রলীগের কাছে সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৮ জন জীবনবৃত্তান্ত দিয়েছেন। এসব পদপ্রার্থীরা নতুন কমিটিতে আসার জন্য যে যাঁর মতো করে নেতা-কর্মীদের কাছে দৌড়ঝাঁপ করছেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কমিটিতে নিজেদের লোক আনতে মরিয়া হয়ে উঠেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের সাবেক একাধিক নেতা বলেন, ‘যাঁরা জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা কোন যোগ্যতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন, তা আমরা জানি না। তাঁরা যেভাবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন দেখে মনে হয়েছে কোনো একটা ইউনিয়ন কমিটির জন্য দিচ্ছেন। আসলে কমলগঞ্জে ছাত্রলীগের কর্মীর চেয়ে সিভি নেতা বেশি। তাই ছাত্রলীগের প্রতিটি কমিটি প্যাডের মাধ্যমে নয় সম্মেলনের মাধ্যমে দেওয়া হোক।’ 

নেতারা আরও বলেন, ‘হাইব্রিড কর্মীদের আনাগোনা বেড়েছে। সেই হাইব্রিড কর্মীরাই পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে অনেকেরই ইউনিয়ন কমিটিতে প্রবেশ করার যোগ্যতা নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, ‘যেভাবে মহড়া দিয়ে পদপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তা দেখে অবাক হয়েছি। শোডাউন দেখে মনে হয়েছে চেয়ারম্যান বা এমপির নমিনেশন জমা দিচ্ছেন। তা ছাড়া শোডাউনে অংশ নেওয়া অধিকাংশ কর্মী ছাত্রলীগ করে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাদের মধ্যে অনেকেই আবার ভাড়া করা ছেলে দিয়ে শোডাউন করছে।’ 

সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হলে প্রকৃত নেতা খুঁজে পাওয়া যেত বলে দাবি করেছেন তৃণমূল ছাত্রলীগের সাধারণ কর্মীরা। 

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে কয়েক দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। 

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এক উপজেলা থেকে সভাপতি ও সম্পাদক পদে এত জীবনবৃত্তান্ত আসবে তা আমরাও ভাবতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত