মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। তাঁদের মধ্যে অছাত্র, বহিষ্কৃত, ছাত্রলীগের কর্মী নয় ও ওয়ার্ড পর্যায়ের অনেক কর্মী রয়েছেন। সম্মেলন না করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।
জানা যায়, প্রায় ৫ বছর পর কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। গত শনিবার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন ছিল। নতুন কমিটি সামনে রেখে জেলা ছাত্রলীগের কাছে সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৮ জন জীবনবৃত্তান্ত দিয়েছেন। এসব পদপ্রার্থীরা নতুন কমিটিতে আসার জন্য যে যাঁর মতো করে নেতা-কর্মীদের কাছে দৌড়ঝাঁপ করছেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কমিটিতে নিজেদের লোক আনতে মরিয়া হয়ে উঠেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের সাবেক একাধিক নেতা বলেন, ‘যাঁরা জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা কোন যোগ্যতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন, তা আমরা জানি না। তাঁরা যেভাবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন দেখে মনে হয়েছে কোনো একটা ইউনিয়ন কমিটির জন্য দিচ্ছেন। আসলে কমলগঞ্জে ছাত্রলীগের কর্মীর চেয়ে সিভি নেতা বেশি। তাই ছাত্রলীগের প্রতিটি কমিটি প্যাডের মাধ্যমে নয় সম্মেলনের মাধ্যমে দেওয়া হোক।’
নেতারা আরও বলেন, ‘হাইব্রিড কর্মীদের আনাগোনা বেড়েছে। সেই হাইব্রিড কর্মীরাই পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে অনেকেরই ইউনিয়ন কমিটিতে প্রবেশ করার যোগ্যতা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, ‘যেভাবে মহড়া দিয়ে পদপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তা দেখে অবাক হয়েছি। শোডাউন দেখে মনে হয়েছে চেয়ারম্যান বা এমপির নমিনেশন জমা দিচ্ছেন। তা ছাড়া শোডাউনে অংশ নেওয়া অধিকাংশ কর্মী ছাত্রলীগ করে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাদের মধ্যে অনেকেই আবার ভাড়া করা ছেলে দিয়ে শোডাউন করছে।’
সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হলে প্রকৃত নেতা খুঁজে পাওয়া যেত বলে দাবি করেছেন তৃণমূল ছাত্রলীগের সাধারণ কর্মীরা।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে কয়েক দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এক উপজেলা থেকে সভাপতি ও সম্পাদক পদে এত জীবনবৃত্তান্ত আসবে তা আমরাও ভাবতে পারিনি।’
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৮৭ জন পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। তাঁদের মধ্যে অছাত্র, বহিষ্কৃত, ছাত্রলীগের কর্মী নয় ও ওয়ার্ড পর্যায়ের অনেক কর্মী রয়েছেন। সম্মেলন না করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সাবেক ছাত্রনেতারা।
জানা যায়, প্রায় ৫ বছর পর কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হতে যাচ্ছে। গত শনিবার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার শেষ দিন ছিল। নতুন কমিটি সামনে রেখে জেলা ছাত্রলীগের কাছে সভাপতি পদে ১৯ জন ও সাধারণ সম্পাদক পদে ৬৮ জন জীবনবৃত্তান্ত দিয়েছেন। এসব পদপ্রার্থীরা নতুন কমিটিতে আসার জন্য যে যাঁর মতো করে নেতা-কর্মীদের কাছে দৌড়ঝাঁপ করছেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কমিটিতে নিজেদের লোক আনতে মরিয়া হয়ে উঠেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের সাবেক একাধিক নেতা বলেন, ‘যাঁরা জেলা ছাত্রলীগের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তাঁদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা কোন যোগ্যতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন, তা আমরা জানি না। তাঁরা যেভাবে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন দেখে মনে হয়েছে কোনো একটা ইউনিয়ন কমিটির জন্য দিচ্ছেন। আসলে কমলগঞ্জে ছাত্রলীগের কর্মীর চেয়ে সিভি নেতা বেশি। তাই ছাত্রলীগের প্রতিটি কমিটি প্যাডের মাধ্যমে নয় সম্মেলনের মাধ্যমে দেওয়া হোক।’
নেতারা আরও বলেন, ‘হাইব্রিড কর্মীদের আনাগোনা বেড়েছে। সেই হাইব্রিড কর্মীরাই পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন। তাঁদের মধ্যে অনেকেরই ইউনিয়ন কমিটিতে প্রবেশ করার যোগ্যতা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, ‘যেভাবে মহড়া দিয়ে পদপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তা দেখে অবাক হয়েছি। শোডাউন দেখে মনে হয়েছে চেয়ারম্যান বা এমপির নমিনেশন জমা দিচ্ছেন। তা ছাড়া শোডাউনে অংশ নেওয়া অধিকাংশ কর্মী ছাত্রলীগ করে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাদের মধ্যে অনেকেই আবার ভাড়া করা ছেলে দিয়ে শোডাউন করছে।’
সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হলে প্রকৃত নেতা খুঁজে পাওয়া যেত বলে দাবি করেছেন তৃণমূল ছাত্রলীগের সাধারণ কর্মীরা।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছে। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে কয়েক দিনের মধ্যে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এক উপজেলা থেকে সভাপতি ও সম্পাদক পদে এত জীবনবৃত্তান্ত আসবে তা আমরাও ভাবতে পারিনি।’
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
২ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
২১ মিনিট আগে