Ajker Patrika

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২২: ৩৮
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা কারাগারে

মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের ১২ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এই অভিযোগে ভুক্তভোগী কিশোরীর বাবাকে (৫০) গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার কিশোরীর নানির দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। 

ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা গৃহকর্মী হিসেবে প্রবাসে থাকেন। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন কুলাউড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক। 

ওসি আব্দুছ ছালেক আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্ত্রী ও ভুক্তভোগীর মা দেড় মাস আগে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। গ্রেপ্তার ব্যক্তি তাঁর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। ভুক্তভোগীর ছোট বোনের বয়স ৭ বছর ছোট ভাইয়ের ৫ বছর। গত শনিবার ঈদের রাতে নিজ মেয়েকে ঘরের ভেতর ধর্ষণ করেন ওই ব্যক্তি। পরে বিষয়টি যেন কেউ জানতে না পারে সে জন্য ওই মেয়েকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখেন। গতকাল সোমবার ভুক্তভোগী ওই কিশোরী ঘর থেকে পালিয়ে তার নানাবাড়িতে চলে যায়। সেখানে তার নানিকে বিষয়টি খুলে বলে ভুক্তভোগী কিশোরী। পরে ভুক্তভোগীর নানি তাৎক্ষণিক বিষয়টি কুলাউড়া থানার পুলিশকে জানান এবং কিশোরীর বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ সোমবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তাঁকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত