Ajker Patrika

সুনামগঞ্জ ৩: জামানত হারালেন সাবেক এমপিসহ পরাজিত ৩ প্রার্থী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২: ৪৭
সুনামগঞ্জ ৩: জামানত হারালেন সাবেক এমপিসহ পরাজিত ৩ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে চার প্রার্থীর মধ্যে পরাজিত তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন- তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টির তৌফিক আলী (লাঙ্গল) ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)। 

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে এর এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১ লাখ ৩৪ হাজার ২০৮ জন ভোট দিয়েছেন। ফলে কোনো প্রার্থী যদি ১৬ হাজার ৭৭৬টির চেয়ে কম ভোট পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হবে।  

আল-বশিরুল ইসলাম আরও বলেন, এ আসনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নৌকা প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপর তিন প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ১৬ হাজার ৭৭৬ ভোটের কম পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। 

পরাজিত প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫ ভোট, জাতীয় পার্টির তৌফিক আলী লাঙ্গল প্রতীকে ২ হাজার ৪৫ ভোট ও বাংলাদেশ জাতীয় পার্টির তালুকদার মকবুল হোসেন কাঁঠাল প্রতীকে পেয়েছেন ৫১৪ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত