Ajker Patrika

কমলগঞ্জে আগুনে পুড়ে গেছে তিন একর বন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৭: ৫৮
কমলগঞ্জে আগুনে পুড়ে গেছে তিন একর বন

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় তিন একর বন আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের কুরমা বন বিটের সুনারায় হামহাম জলপ্রপাতের সড়কের পাশের বাঁশ বনে এই অগ্নিকাণ্ড ঘটে।

হামহাম জলপ্রপাত ঘুরতে যাওয়া পর্যটকেরা জানান, হামহাম জলপ্রপাতে যাতায়াতের পথে বনের প্রচুর জায়গাজুড়ে আগুন লাগে। আগুনের উত্তাপ বেশি থাকায় রাস্তা দিয়ে আসা যাচ্ছিল না। আগুন নেভানোর পর সন্ধ্যার দিকে বন থেকে বেরিয়ে আসেন পর্যটকেরা। আগুনে অনেক গাছের গোড়া পুড়ে গেছে।

কুরমা বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, ‘গতকাল সোমবার বিকেলে হামহাম জলপ্রপাতে যাওয়ার সড়কের বাঁশবাগানে আগুন লাগে। খবর পেয়ে বনকর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বনের দুই-আড়াই একর এলাকার লতাগুল্মজাতীয় গাছ ঝলসে গেছে। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি।

আগুন লাগার কারণ হিসেবে বিট কর্মকর্তা বলেন, হামহাম জলপ্রপাতে এই পথ দিয়ে যাতায়াতের সময় কোনো পর্যটকের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বনে আগুন লাগতে পারে।

এ বিষয়ে কমলগঞ্জ বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, আগুনে বনের তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু পাতা ও লতাগুল্ম ঝলসে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত