Ajker Patrika

ভোট দিলেন প্রায় শতবর্ষী তিন বান্ধবী

মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
ভোট দিলেন প্রায় শতবর্ষী তিন বান্ধবী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে লাঠিতে ভর করে ভোট দিলেন প্রায় শতবর্ষী সামিনা বেগম, রুজিনা বেগম ও উষারাণী শীল নামে তিন বান্ধবী। ৫ জানুয়ারি বুধবার পঞ্চম ধাপে অনুষ্ঠিত কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজ দীঘিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে তাঁরা ভোট দেন।

বৃদ্ধা সামিনা বেগম, রুজিনা বেগম ও উষা রাণী শীল জানান—তাঁরা তিনজন বান্ধবী। নির্দিষ্ট করে বলতে না পারলেও তাঁদের বয়স শতবর্ষের কাছাকাছি। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন দেখা হয়নি। অতীতের কথা মনে করে জীবনের শেষ সময়ে আবারও একসঙ্গে ভোট দিতে এসেছেন। তিনজন একসঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে এসে তাঁরা খুব খুশী। বেঁচে থাকলে আবারও একসঙ্গে ভোট দেওয়া বিষয়ে তাঁরা আশাবাদী। 

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। শীতের সকালে রোদ ওঠার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেন তাঁরা। নির্বাচনে বিজিবিসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মাঠে কাজ করেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩২৭ জন এবং সংরক্ষিত পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ইউনিয়নের ৯৫টি কেন্দ্রে ভোট হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে স্থায়ী ভোটকক্ষ ছিল ৪০৫টি ও অস্থায়ী ৩৯টি। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৩৮। এর মধ্যে পুরুষ ৯১ হাজার ৪ শ ১১ জন ও নারী ৮৯ হাজার ৫ শ ২৫ জন ভোটার ভোট দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত