নিজস্ব প্রতিবেদক, সিলেট
নগর-শহর, গ্রামগঞ্জ—সর্বত্রই ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক প্রচারে ‘অন্যতম সহযোগী’ হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ। লোহার পেরেক পুঁতে সহজে প্রচারসামগ্রী গাছে ঝুলিয়ে রাখা হয়। ফলে গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব গাছ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিলেটে শুরু হয়েছে গাছের পেরেক অপসারণ কর্মসূচি।
আজ মঙ্গলবার সিলেট বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের সবারই একটি নৈতিক দায়িত্ব। গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; বরং বায়ুদূষণ রোধ, ছায়া প্রদান এবং জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছে পেরেক বা বিজ্ঞাপন লাগানো শুধু গাছের ক্ষতিই করে না, এটি একটি পরিবেশবিরোধী কাজও বটে।’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে “দেশব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি” গ্রহণ করা হয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ৩০টি জেলায় শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলায় করা হবে। তবে আমরা আজ স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সিলেট বিভাগীয় বন অফিসের অধীনে চার জেলা রয়েছে; তাই আমরা মন্ত্রণালয়ের অপেক্ষা না করে সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জেও শুরু করে দেব।’
নগর-শহর, গ্রামগঞ্জ—সর্বত্রই ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক প্রচারে ‘অন্যতম সহযোগী’ হিসেবে ব্যবহৃত হচ্ছে গাছ। লোহার পেরেক পুঁতে সহজে প্রচারসামগ্রী গাছে ঝুলিয়ে রাখা হয়। ফলে গাছের স্বাভাবিক জীবনপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব গাছ সুরক্ষায় মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সিলেটে শুরু হয়েছে গাছের পেরেক অপসারণ কর্মসূচি।
আজ মঙ্গলবার সিলেট বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গাছ থেকে পেরেক অপসারণের মাধ্যমে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এতে সহযোগিতা করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করা আমাদের সবারই একটি নৈতিক দায়িত্ব। গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না; বরং বায়ুদূষণ রোধ, ছায়া প্রদান এবং জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছে পেরেক বা বিজ্ঞাপন লাগানো শুধু গাছের ক্ষতিই করে না, এটি একটি পরিবেশবিরোধী কাজও বটে।’
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে “দেশব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি” গ্রহণ করা হয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ৩০টি জেলায় শুরু হচ্ছে। পর্যায়ক্রমে সব জেলায় করা হবে। তবে আমরা আজ স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু সিলেট বিভাগীয় বন অফিসের অধীনে চার জেলা রয়েছে; তাই আমরা মন্ত্রণালয়ের অপেক্ষা না করে সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জেও শুরু করে দেব।’
ঢাকার কেরানীগঞ্জ থেকে গাড়ি চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি দক্ষিণ) সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়।
১৬ মিনিট আগেনাটোর শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার হোসেন (৫৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। আজ রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মরদেহটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেমেহেন্দীগঞ্জ ও হিজলায় মেঘনার একাংশে ইলিশ নিধনকারী জেলেরা মৎস্য অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করেছে। হামলায় ইলিশ সম্পদ প্রকল্পের উপপরিচালক মো. নাসির উদ্দিনসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেএস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই।’
৪২ মিনিট আগে