Ajker Patrika

সিলেটে বকেয়া মজুরিসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক সিলেট 
বকেয়া মজুরিসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের মশাল মিছিল। ছবি: আজেকর পত্রিকা
বকেয়া মজুরিসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের মশাল মিছিল। ছবি: আজেকর পত্রিকা

সিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সন্ধ্যায় সিলেটের লাক্কাতুরা রেস্ট ক্যাম্প বাজার থেকে মশাল মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক অজিত রায়। সঞ্চালনায় ছিলেন চা শ্রমিক নেতা বচন কালোয়ার। বক্তব্য দেন অধীর বাউরী, আমিরন গোয়ালা, এবং যোগেশ বাক্তি।

সমাবেশে শ্রমিক নেতারা জানান, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) চা বাগানগুলোর শ্রমিকরা গত তিন মাস ধরে বকেয়া মজুরি পাচ্ছেন না। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ সাত পরিচালক পদত্যাগ করেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বক্তারা আরও বলেন, সরকার পতনের পর আটকে যায় ব্যাংক লোন। বন্ধ হয়ে গেছে রেশন এবং মজুরি পরিশোধ। শ্রমিক নেতারা অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানান।

শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো—বকেয়া মজুরি পরিশোধ এবং বন্ধ চা বাগান চালু করা, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করা, গেজেট-২০২ সহ শ্রম আইনের বৈষম্যমূলক ধারা বাতিল করা, চা বাগানের ভূমি অধিকার নিশ্চিত ও নতুন প্রকল্প চালুর পরিকল্পনা বন্ধ করা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দ্রুত নির্বাচন দেওয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত