হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রতি ঘণ্টায় এক ঘণ্টা করে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা।
আজ সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে জড়ো হয়।
গ্রাহকদের অভিযোগ—প্রতি দুই ঘণ্টার পরপর এক ঘণ্টা করে বিদ্যুৎ নেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রতি ঘণ্টা ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তবে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকসহ বিদ্যুৎ সংশ্লিষ্টজন।
তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভে নেতৃত্ব দেন শাহ জালাল উদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘আমরা সাধারণ গ্রাহকেরা বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছি। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসা-বাড়ির ইলেকট্রিক জিনিসপত্র নষ্টসহ ছোট ছেলে-মেয়েরা এমনিতেই এই গরম সহ্য করতে পারছে না। তার ওপর এমন লোডশেডিং আমাদের অসহনীয় দুর্ভোগে ফেলেছে।’
তিনি দাবি করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অদূরদর্শিতার কারণেই এমনটা হচ্ছে।’
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।’
এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার আজকের পত্রিকাকে জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে।
প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হবিগঞ্জ পিডিবির আওতায় ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের প্রয়োজন। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। যে কারণে আমাদের বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।’
হবিগঞ্জ শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলায় প্রতি ঘণ্টায় এক ঘণ্টা করে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা।
আজ সোমবার দুপুরে শহরের আরডি হল প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে জড়ো হয়।
গ্রাহকদের অভিযোগ—প্রতি দুই ঘণ্টার পরপর এক ঘণ্টা করে বিদ্যুৎ নেওয়ার কথা থাকলেও বর্তমানে প্রতি ঘণ্টা ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। তবে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকসহ বিদ্যুৎ সংশ্লিষ্টজন।
তরুণ যুব ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই বিক্ষোভে নেতৃত্ব দেন শাহ জালাল উদ্দিন জুয়েল। তিনি বলেন, ‘আমরা সাধারণ গ্রাহকেরা বিদ্যুতের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছি। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসা-বাড়ির ইলেকট্রিক জিনিসপত্র নষ্টসহ ছোট ছেলে-মেয়েরা এমনিতেই এই গরম সহ্য করতে পারছে না। তার ওপর এমন লোডশেডিং আমাদের অসহনীয় দুর্ভোগে ফেলেছে।’
তিনি দাবি করে বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অদূরদর্শিতার কারণেই এমনটা হচ্ছে।’
এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।’
এ বিষয়ে হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার আজকের পত্রিকাকে জানান, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে।
প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হবিগঞ্জ পিডিবির আওতায় ১৬ থেকে ১৭ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের প্রয়োজন। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। যে কারণে আমাদের বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৫ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে