নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।
সিলেটে জামায়াতের মতো ঝটিকা প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগে নেতা-কর্মীদের হামলাসহ গুলিতে অসংখ্য নেতা-কর্মী আহতের প্রতিবাদে তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকেল ৫টার দিকে নগরের তাঁতীপাড়ার এইডেট স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বের হওয়া তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলে অংশ নেওয়া সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল বলেন, ‘ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা রাজপথে বিক্ষোভ করেছি। একা দফা দাবি আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না। এই গণতান্ত্রিক আন্দোলনে সর্বস্তরের নেতা-কর্মীদের রাজপথ আন্দোলনে সরব থাকার আহ্বান জানাই।’
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘জামায়াতের মতো ঝটিকা মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ৮-১০ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারাও চলে যায়। তবে তাদেরও কোনো অনুমতি ছিল না।’
সরকার পতনের এক দফা দাবি আদায়ে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশসহ কয়েক শ লোক আহত হয়েছেন।
উল্লেখ্য, আজ সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মিনিটের ঝটিকা মিছিল করেছে সিলেট মহানগর জামায়াত।
গোমস্তাপুরে নারীর (৪০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার যুগিবাড়ি পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগেছাত্রদলের কমিটি নিয়ে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শাখা ছাত্রদলের ৩৭০ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটিতে শিবির, ছাত্রলীগ ও ছিনতাইকারী রয়েছে বলে অভিযোগ এনে কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছেন ছাত্রদলের একদল বিক্ষুব্ধ নেতা-কর্মী।
৪২ মিনিট আগেকুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ১০ জেলেসহ একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে ট্রলারটি বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে ডুবে যায়।
৪৪ মিনিট আগেরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার একমাত্র আবাসন প্রকল্পের বাসিন্দারা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছেন। আবাসন প্রকল্পে ভাঙাঘর, বিশুদ্ধ পানির অভাব, স্যানিটারি সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
১ ঘণ্টা আগে