Ajker Patrika

সিলেট স্টেশনে উপবন এক্সপ্রেসে আগুন, পুলিশ বলছে নাশকতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৯: ৪০
সিলেট স্টেশনে উপবন এক্সপ্রেসে আগুন, পুলিশ বলছে নাশকতা

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম। তিনি জানান, ‘একটু আগে আগুন লেগেছে ট্রেনের একটি বগিতে। কীভাবে, কেন আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা কাজ করছি।’ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষিণ সুরমা ওয়্যারহাউস ইন্সপেক্টর টিটব শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘৯টা ৩২ মিনিটে খবর পেয়ে আমরা দুটি ইউনিট রওনা করি। ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনেন। আমরা ধোঁয়া পরিষ্কার করেছি।’ 

টিটব শিকদার আরও বলেন, ‘ঢাকাগামী উপবন এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগেছে। কয়েকটি সিট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে এসি হিট হয়ে এই আগুন লাগতে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এই ওয়্যারহাউস ইন্সপেক্টর।’ 

তবে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, ‘আপনারা জানেন, বিএনপিসহ বিরোধীদের দেশব্যাপী বিভিন্ন ধরনের ঘোষণা আসছে। এর মধ্যে বড় একটি ঘোষণা হচ্ছে রাজপথ ও রেলপথ বন্ধ করা। এরই ধারাবাহিকতায় আমাদের জামালপুর, টাঙ্গাইলে বেশ কয়েকটি লাইনে আগুন দেওয়া হয়েছে। আমি মনে করি, এ ঘটনা এরই একটি অংশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল কিংবা দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত