মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সামনের খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মিসবা উদ্দিন ওরফে তামিম নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এ বিষয়ে ৬ এপ্রিল জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন শাহিন মিয়া নামের এক ব্যক্তি। দখলের বিষয়টি অস্বীকার করেছেন প্রবাসী।
অভিযোগ থেকে জানা গেছে, কমলগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সামনে সড়কের পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত (ডিসি খতিয়ান) জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন সংযুক্ত আবর আমিরাত প্রবাসী মিসবা উদ্দিন ওরফে তামিম। এক বছর আগে সাবেক সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি পরিমাপ করে সরকারি জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এ সময় সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে প্রবাসীকে নির্দেশ দেওয়া হয়।
এদিকে সহকারী কমিশনার বদলি হয়ে অন্যত্র চলে গেলে গত সপ্তাহ থেকে আবারও স্থাপনা নির্মাণকাজ শুরু করেন ওই প্রবাসী। এতে পার্শ্ববর্তী সড়কে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে সরকারি জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে অভিযোগে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিসবা উদ্দিন তামিম বলেন, ‘নির্মাণাধীন স্থাপনার জমি আমি কিনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘দুই কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বর্তমান এসিল্যান্ড দখল করা জায়গায় প্রবাসীকে স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান বলেন, ‘আমরা জমি পরিমাপ করেছি, নির্মাণাধীন স্থাপনায় সরকারি কোনো জমি মেলেনি।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, কেউ সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সামনের খাসজমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মিসবা উদ্দিন ওরফে তামিম নামের এক প্রবাসীর বিরুদ্ধে। এ বিষয়ে ৬ এপ্রিল জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন শাহিন মিয়া নামের এক ব্যক্তি। দখলের বিষয়টি অস্বীকার করেছেন প্রবাসী।
অভিযোগ থেকে জানা গেছে, কমলগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সামনে সড়কের পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত (ডিসি খতিয়ান) জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন সংযুক্ত আবর আমিরাত প্রবাসী মিসবা উদ্দিন ওরফে তামিম। এক বছর আগে সাবেক সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমি পরিমাপ করে সরকারি জমির সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। এ সময় সরকারি জমি ছেড়ে নির্মাণকাজ করতে প্রবাসীকে নির্দেশ দেওয়া হয়।
এদিকে সহকারী কমিশনার বদলি হয়ে অন্যত্র চলে গেলে গত সপ্তাহ থেকে আবারও স্থাপনা নির্মাণকাজ শুরু করেন ওই প্রবাসী। এতে পার্শ্ববর্তী সড়কে যানবাহন চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে সরকারি জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে অভিযোগে।
এদিকে অভিযোগ অস্বীকার করে মিসবা উদ্দিন তামিম বলেন, ‘নির্মাণাধীন স্থাপনার জমি আমি কিনেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘দুই কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বর্তমান এসিল্যান্ড দখল করা জায়গায় প্রবাসীকে স্থাপনা নির্মাণের অনুমতি দিয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রিজুয়ান বলেন, ‘আমরা জমি পরিমাপ করেছি, নির্মাণাধীন স্থাপনায় সরকারি কোনো জমি মেলেনি।’
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, কেউ সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৭ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে