নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের বিভাগের পাঁচটি পাথর কোয়ারি ২৮ জুনের মধ্যে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তা না হলে পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ট্রাকশ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধ এবং ক্রাশার মিলমালিকদের হয়রানি বন্ধ ও বিদ্যুতের মিটার ফেরত দেওয়ার দাবিও জানানো হয়।
প্রতিবাদ সভায় জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া ঘোষণা দেন, তাঁদের দাবি মানা না হলে সিলেটের সব পাথর কোয়ারিতে ২৮ জুন থেকে ৪৮ ঘণ্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে জেলায় সব পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি এবং ২ জুলাই থেকে জেলায় পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।
পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি পরিচালনা করেন পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজ। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
সিলেটের বিভাগের পাঁচটি পাথর কোয়ারি ২৮ জুনের মধ্যে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তা না হলে পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ট্রাকশ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধ এবং ক্রাশার মিলমালিকদের হয়রানি বন্ধ ও বিদ্যুতের মিটার ফেরত দেওয়ার দাবিও জানানো হয়।
প্রতিবাদ সভায় জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া ঘোষণা দেন, তাঁদের দাবি মানা না হলে সিলেটের সব পাথর কোয়ারিতে ২৮ জুন থেকে ৪৮ ঘণ্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে জেলায় সব পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি এবং ২ জুলাই থেকে জেলায় পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।
পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি পরিচালনা করেন পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজ। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৯ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে