Ajker Patrika

সিলেটে পাথর কোয়ারি খুলে না দিলে পরিবহন খাতে কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন ও সভা। ছবি: আজকের পত্রিকা
পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন ও সভা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের বিভাগের পাঁচটি পাথর কোয়ারি ২৮ জুনের মধ্যে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। তা না হলে পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ট্রাকশ্রমিকদের গাড়ি তল্লাশির নামে হয়রানি বন্ধ এবং ক্রাশার মিলমালিকদের হয়রানি বন্ধ ও বিদ্যুতের মিটার ফেরত দেওয়ার দাবিও জানানো হয়।

প্রতিবাদ সভায় জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া ঘোষণা দেন, তাঁদের দাবি মানা না হলে সিলেটের সব পাথর কোয়ারিতে ২৮ জুন থেকে ৪৮ ঘণ্টা লোড-আনলোডে কর্মবিরতি, ৩০ জুন থেকে জেলায় সব পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি এবং ২ জুলাই থেকে জেলায় পণ্য ও গণপরিবহনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হবে।

পরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি পরিচালনা করেন পরিষদের সমন্বয়ক শাব্বীর আহমদ ফয়েজ। সংহতি জানিয়ে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোটেলে নিয়ে ধর্ষণ: অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর মৃত্যুর অভিযোগ, দুই যুবক আটক

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাসদর

গ্রেপ্তারি পরোয়ানায় মর‍াল এফেক্ট পড়েছে, তবে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে অটল: সেনাসদর

বিয়ের আংটি পরলেন ইশরাক

দূতাবাসে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারীদের বাধা, ‘কোনো ভূমিকা নেই’ বলল ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত