Ajker Patrika

সিলেটে করোনায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭১

প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২১, ১৪: ৪৬
সিলেটে করোনায় দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭১

সিলেট: সিলেট করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২। একই সময়ে নতুন করে আরও ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া এ তথ্য নিশ্চিত করেন।

ডা. সুলতানা রাজিয়া জানান, করোনায় মারা যাওয়া দুজনই সিলেটের বাসিন্দা। তাঁরা সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে বিভাগে করোনায় ৪৩২ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলার ৩৫৩ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজারের ৩১ জন।

অন্যদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে ২৩ হাজার ৬০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট জেলায় ৩৬ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ১৪ জন। এ ছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৫ রোগীর করোনা শনাক্ত হয়েছে।

একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সিলেটের চার জেলা মিলে ২৫৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত