মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে ছাত্রলীগ নেতারা হামলার কথা অস্বীকার করেছেন। আজ শনিবার দুপুরে শহরের কোর্ট রোডে কাশিনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা একটার দিকে বিএনপির নেতা-কর্মীরা পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন উভয় পক্ষের সংঘর্ষে বিএনপির ১৫ জন এবং ছাত্রলীগের অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগ পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতিসহ ১৫-২০ জনকে আহত করে।’
জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিএনপি মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের ওপর প্রথমে হামলা চালায়। পরে আমাদের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।’
বিদ্যুতের দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের মতো মৌলভীবাজারে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উভয় পক্ষের মধ্যে কিছু পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। একই সঙ্গে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’
মৌলভীবাজারে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে ছাত্রলীগ নেতারা হামলার কথা অস্বীকার করেছেন। আজ শনিবার দুপুরে শহরের কোর্ট রোডে কাশিনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানকে গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বেলা একটার দিকে বিএনপির নেতা-কর্মীরা পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। তখন উভয় পক্ষের সংঘর্ষে বিএনপির ১৫ জন এবং ছাত্রলীগের অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগ পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে জেলা বিএনপির সভাপতিসহ ১৫-২০ জনকে আহত করে।’
জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিএনপি মিছিল নিয়ে যাওয়ার সময় আমাদের ওপর প্রথমে হামলা চালায়। পরে আমাদের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।’
বিদ্যুতের দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের মতো মৌলভীবাজারে বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উভয় পক্ষের মধ্যে কিছু পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। একই সঙ্গে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’
যশোরের মনিরামপুরে কার্ডধারীদের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির জন্য নতুন করে ৪৬ জন পরিবেশক নিয়োগ দিয়েছে উপজেলা খাদ্য দপ্তর। গত ২৯ এপ্রিল উপজেলা কমিটির সভাপতি ইউএনও নিশাত তামান্না ও সদস্যসচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহার যৌথ স্বাক্ষরিত এ তালিকা প্রকাশ করা হয়েছে।
৮ মিনিট আগেকুষ্টিয়া সদর উপজেলার লাহিনী উত্তরপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয়রা গলায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
৩০ মিনিট আগেবগুড়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বগুড়া হোমিও কলেজের অধ্যক্ষ ডা. এস. এম. মিল্লাতকে (৫০) আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নেতা কর্মীরা।
৩২ মিনিট আগেবাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীতে চালানো অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে