Ajker Patrika

সিকৃবিতে সংঘর্ষ: ছাত্রলীগের আহত কর্মীর চোখে অস্ত্রোপচার সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১১: ৪২
সিকৃবিতে সংঘর্ষ: ছাত্রলীগের আহত কর্মীর চোখে অস্ত্রোপচার সম্পন্ন 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে  (সিকৃবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজনের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়। সংঘর্ষকালে একটি ইটের টুকরো তাঁর চোখে এসে লাগে। আর এতে তাঁর চোখের মণি ফেটে যায়। 

গতকাল শনিবার দুপুরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল ইসলাম। 

আহত শিক্ষার্থী ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের সময় ইটের টুকরো ওমর ফারুকের চোখে এসে পড়ে। প্রথমে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে শনিবার দুপুরে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন সে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।’ 

সিকৃবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ নেতা-কর্মী আহত। প্রক্টর বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সংঘর্ষের কারণ খুঁজে বের করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে। কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কর্মিসভায় বাধা দেয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিরোধী গ্রুপ। সিকৃবি শাখা সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম এই বিরোধী গ্রুপের নেতৃত্ব দেন। তাঁদের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত