নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজনের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়। সংঘর্ষকালে একটি ইটের টুকরো তাঁর চোখে এসে লাগে। আর এতে তাঁর চোখের মণি ফেটে যায়।
গতকাল শনিবার দুপুরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল ইসলাম।
আহত শিক্ষার্থী ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের সময় ইটের টুকরো ওমর ফারুকের চোখে এসে পড়ে। প্রথমে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে শনিবার দুপুরে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন সে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।’
প্রক্টর বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সংঘর্ষের কারণ খুঁজে বের করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে। কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কর্মিসভায় বাধা দেয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিরোধী গ্রুপ। সিকৃবি শাখা সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম এই বিরোধী গ্রুপের নেতৃত্ব দেন। তাঁদের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে একজনের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়। সংঘর্ষকালে একটি ইটের টুকরো তাঁর চোখে এসে লাগে। আর এতে তাঁর চোখের মণি ফেটে যায়।
গতকাল শনিবার দুপুরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল ইসলাম।
আহত শিক্ষার্থী ওমর ফারুক বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র এবং ছাত্রলীগের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের সময় ইটের টুকরো ওমর ফারুকের চোখে এসে পড়ে। প্রথমে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে শনিবার দুপুরে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন সে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছে।’
প্রক্টর বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে সংঘর্ষের কারণ খুঁজে বের করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসাইন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হবে। কিন্তু দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম কর্মিসভায় বাধা দেয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিরোধী গ্রুপ। সিকৃবি শাখা সহসভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম এই বিরোধী গ্রুপের নেতৃত্ব দেন। তাঁদের বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ নেতা-কর্মী আহত হন।
বরগুনার বামনায় এক অটোরিশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত ওই চালকের নাম মো. আজিজুল (২২)। তিনি উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের তালেশ্বর গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।
১ মিনিট আগেযশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেট কারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দোকানে ঢুকে পড়লে মোহাম্মদ হাফিজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। ঘটনায় আরও একজন আহত হয়েছে।
১ ঘণ্টা আগে