কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বৈষম্যবিরোধীদের তোপের মুখে স্থগিত করা হয়েছে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন। আজ বুধবার বার ভবনের সামনে অবস্থান নিয়ে সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতাকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
জানা যায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা বারের সামনে প্রার্থিতা থেকে অপসারণের দাবি জানিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সভায় জেলা আইনজীবী সমিতির আগামীকালের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এহসানুল হক জাকারিয়া বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ জন্য আমরা তাঁকে নির্বাচন থেকে অপসারণ করার জন্য দাবি জানিয়েছি। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’
জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (জিপি) মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে সভাপতি পদে প্রার্থী হওয়ায় ছাত্র-জনতা আন্দোলন করেন। তাঁদের আন্দোলনের মুখে আগামীকালের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বৈষম্যবিরোধীদের তোপের মুখে স্থগিত করা হয়েছে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন। আজ বুধবার বার ভবনের সামনে অবস্থান নিয়ে সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতাকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
জানা যায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা বারের সামনে প্রার্থিতা থেকে অপসারণের দাবি জানিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সভায় জেলা আইনজীবী সমিতির আগামীকালের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এহসানুল হক জাকারিয়া বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ জন্য আমরা তাঁকে নির্বাচন থেকে অপসারণ করার জন্য দাবি জানিয়েছি। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’
জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (জিপি) মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে সভাপতি পদে প্রার্থী হওয়ায় ছাত্র-জনতা আন্দোলন করেন। তাঁদের আন্দোলনের মুখে আগামীকালের নির্বাচন স্থগিত করা হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে