Ajker Patrika

বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিনটি চা-বাগানের শ্রমিকেরা ৬০৪ দিনের বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। আজ সোমবার চা-শ্রমিকেরা জড়ো হয়ে আলীনগর চা-বাগান কারখানার সামনে বিক্ষোভ করে এ দাবি জানান। পরে সভায় করেছেন। এতে আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা-বাগানের শ্রমিকেরা অংশ নেন।

আলীনগর চা-বাগান পঞ্চায়েতের সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগান পঞ্চায়েত সম্পাদক চন্দন বাকতি, সুনছড়া চা-বাগান পঞ্চায়েত সম্পাদক প্রশান্ত কৈরী, কামারছড়া চা-বাগান পঞ্চায়েত সম্পাদক দিলীপ কৈরী, আলীনগর ইউপির নারী সদস্য গৌরী রানী, শ্রমিকনেতা দয়াশংকর কৈরী, সীতারাম বীন, রামবিজিত কৈরী, সুনীল মৃধা প্রমুখ।

এ সময় শ্রমিক নেতারা বলেন, আমাদের হাড়ভাঙা পরিশ্রমের ৫০ টাকা হারে ৬০৪ দিনের বকেয়া ৩০ হাজার ২০০ টাকা প্রদান করতে হবে। সরকার, শ্রমিক নেতা ও মালিকপক্ষ আমাদের ন্যায্য পাওনা মাথাপিছু হারে ১৯ হাজার টাকা থেকে বঞ্চিত করছে। বকেয়া পরিশোধ করা না হলে পরবর্তীতে আবারও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে এবং প্রয়োজনে শ্রমিকেরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হবেন।

এ ব্যাপারে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালেন্দি বলেন, ঢাকায় সমঝোতা বৈঠকে আমরা ছিলাম না। শ্রম প্রতিমন্ত্রী আমাদের ডেকে নিয়ে জানতে চাইলে আমরা বকেয়া ৫০ টাকা হিসেবে শ্রমিকদের ৩০ হাজার ২০০ টাকা প্রদানের দাবি জানিয়েছি। তিনি আরও বলেন, ১৭০ টাকা মজুরিও সরকার নিধার্রণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত